স্পোর্টস ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মহাতারকার নাম রশিদ খান। এই লেগ স্পিনার বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন বছরের পর বছর। কিন্তু তার অস্ত্রে এখনো মরিচা পড়েনি। তার আইপিএল দল গুজরাট টাইটানস রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছে।
আজ সেই রাজস্থানের বিপক্ষেই তারা ফাইনাল খেলবে। দীর্ঘদিন আইপিএলে খেলে ভারতের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইকে বেশ মনে ধরেছে রশিদের।
লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলা রবি বেশ কয়েকবার রশিদের সঙ্গে কথা বলেছেন। আফগানিস্তানের তারকা বিশ্বাস করেন, ২১ বছরের তরুণ ভারতের জন্য একজন বড় তারকা হতে পারেন। ক্রিকেট ডটকমকে রশিদ বলেছেন, ‘বিষ্ণোই একজন তরুণ প্রতিভা। আমি ওর সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। আগামী বছরগুলোতে সে ভারতের জন্য একজন বড় তারকা হয়ে উঠবে। যদি সে তার দক্ষতার ওপর আস্থা রাখে এবং সেগুলোকে ব্যাকআপ করতে থাকে, তাহলে সে অবশ্যই ভারতের একজন বড় বোলার হবে। ‘
এবারের মৌসুমে ১৫ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন রশিদ খান। পাশাপাশি ব্যাট হাতে ২০৬.৮২ স্ট্রাইকরেটে ৯১ রান করেছেন। আজ ফাইনালেও তার দিকে তাকিয়ে থাকবে দল। আসরে ২৬ উইকেট নেওয়া ভারতের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের প্রশংসাও শোনা গেছে রশিদের মুখে, ‘চাহাল বেঙ্গালুরু এবং ভারতের হয়ে দারুণ পারফর্ম করেছে। সে অবশ্যই সেরা স্পিনার। কঠিন সময়েই তার হাতে বল তুলে দেওয়া হয়। বেঙ্গালুরুর মতো ছোট মাঠে সে দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।