স্পোর্টস ডেস্ক: রশিদ খান মানেই বল হাতে জাদু। কিন্ত নিজের পুরানো ক্লাব সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বল নয় বরং ব্যাট হাতে ঝড় তুলেছেন এই লেগস্পিনার। শেষ ৪ বলে ৩ ছয় হাঁকিয়ে গুজরাট টাইটান্সের জয়ের নায়ক হলেন এই আফগান ক্রিকেটার।
বুধবার রাতে গুজরাট টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটে জয় দেখেছে হার্দিক পান্ডিয়া ও রশিদ খানের গুজরাট। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে রানের বন্যা বইয়ে দেয় হায়দরাবাদ। ৬ উইকেটে ১৯৫ রান করে কেন উইলিয়ামসনের দল।
ম্যাচে গুজরাটের লেগস্পিনার রশিদ এদিন বল হাতে ছিলেন চরম ব্যর্থ। ৪ ওভারে ৪৫ রান দিয়েও কোনো উইকেট শিকার করতে পারেননি দলটির এই সহ-অধিনায়ক। রশিদের এমন খারাপ দিনে তাকে নিয়ে সমালোচনা করতে দেখা যায় কমেন্টেটরদেরও। কিন্তু অনিশ্চিত ক্রিকেটে ভিলেন হতে নায়ক হতেও যে সময় লাগে না।
রশিদও নিজের সেরা জমিয়ে রেখেছিলেন ম্যাচের শেষের জন্য। ১৯৬ রানের লক্ষ্য খেলতে নেমে ঋদ্ধিমান সাহা ছাড়া আর কোনো ব্যাটারই গুজরাটকে জয়ের আশা দিতে পারেনি। উল্টো উমরান মালিকের পাঁচ উইকেটে জয়ের প্রহর গুনছিলো সানরাইজার্স।
এক পর্যায়ে রশিদ যখন মাঠে নামেন শেষ ৪ ওভারে গুজরাটের লাগতো ৫৬ রান। সেখান থেকে রাহুল তেওয়াটিয়া ও রশিদ ম্যাচে টিকিয়ে রাখে গুজরাটকে। শেষ ওভারে জিততে ২২ রান লাগতো রশিদদের। প্রথম বলে ছয় ও পরের বলে ১ নিলে রশিদ স্ট্রাইক পায়। শেষ ৪ বলে তখন প্রয়োজন ১৫ রান।
সেখান থেকে শেষ ৪ বলে ৩ ছয় হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রশিদ। শেষ পর্যন্ত ১১ বলে ৪ ছয়ে ৩১ রানে অপরাজিত থাকেন গুজরাটের এই সহঅধিনায়ক। অপরপ্রান্তে তেওয়াটিয়াও ২১ বলে ৪ চার ও ২ ছয়ে ৪০ রানে অপরাজিত থেকে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন।
ঘরে বউ রেখে বাইরে অন্য নারীর সাথে সম্পর্ক, তালিকায় একাধিক তারকা ক্রিকেটার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।