Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রাতের নয়নাভিরাম মসজিদে কুবা
    আন্তর্জাতিক ডেস্ক
    আন্তর্জাতিক

    রাতের নয়নাভিরাম মসজিদে কুবা

    আন্তর্জাতিক ডেস্কShamim RezaSeptember 23, 20254 Mins Read
    Advertisement

    সৌদি আরব (রিয়াদ) থেকে: ঘড়ির কাটা তখন রাত সাড়ে ১২টা ছুঁই ছুঁই করছে। চারদিকে তীব্র আলোর ঝলকানি।

    মসজিদে কুবা

    যেন হিরকখণ্ডের নয়নাভিরাম এক রাজ্য! যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করানোটা বড়ই কঠিন। চার চারটি সুউচ্চ মিনার। যেখানে লাগানো উচ্চমানের হাজারো বাতি। রাতের আলোয় ছড়াচ্ছে উচ্চ আলোকরশ্মি।

    ছাদের ওপরের দিকে শোভা পাচ্ছে বড় একটি গম্বুজ। রয়েছে আরও পাঁচটি আলাদা গম্বুজ। যেগুলো আকারে খানিকটা ছোট। এছাড়া ছাদের ভিন্ন অংশে গম্বুজের অবয়ব রয়েছে ৫৬টি। ভেতরের চিত্র আরও নয়নাভিরাম। যেন সোনায় মোড়ানো ফ্রেমের সঙ্গে ঝুলছে উচ্চ ক্ষমতাসম্পন্ন অসংখ্য বাতি।

       

    সাজানো গোছানো ভেতরটা একেবারে পরিপাটি। কোথাও যেন কোনো খাদ নেই। বিছানো রয়েছে নামিদামি চোখ জোড়ানো কার্পেট। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আকষর্ণীয় পাথর। রয়েছে নামিদামি কাঠের আলমারি। পবিত্র কোরআনসহ বইপুস্তক রাখা সেলফ।

    ভেতরে- বাইরে লেখা পবিত্র কোরআন ও হাদিসের অমিয় সব বাণী। যা ভ্রমণকারীদের হৃদয়-মন শীতল করে দেয়।
    এমনটি মসজিদে কুবার দৃশ্য। সৌদি সরকারের ভিশন-২০৩০ এর বিশাল কার্যক্রমের নমুনা এটি। ইসলামের ইতিহাস মতে আল্লাহর রাসুল (সা.) নবুওয়াত প্রাপ্তির পর নির্মিত প্রথম মসজিদ এটি। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মহানবী (সা.) মদিনার অদূরে কুবায় মসজিদে কুবা নির্মাণ করেন।

    মক্কা শরিফ থেকে ৩২০ কিলোমিটার উত্তরে মসজিদে কুবার অবস্থান। আর মসজিদে নববী থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মদিনার দক্ষিণ-পশ্চিমে কোণে অবস্থান এ মসজিদটির। শ্বেতবর্ণের অনন্য  স্থাপত্য শৈলীতে নির্মিত মসজিদে কুবা মানুষকে ভীষণভাবে বিমোহিত করে।

    এ মসজিদটি দেখতে রাতে দিনে প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো মানুষ আসেন। যাদের মধ্যে রয়েছেন বিপুল সংখ্যক নারী ও শিশু। এসেই চলে যান মসজিদে। এরপর নামাজ আদায় করেন। নিজ ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করেন। নামাজ আদায়ে নারী-পুরুষের জন্য  আলাদা জায়গা রয়েছে।

    পুরো শীতাতপ নিয়ন্ত্রিত এ মসজিদ ভবনের মাঝে রয়েছে বেশ বড় খালি জায়গা। সেখানেও নামাজের ব্যবস্থা রয়েছে। রয়েছে জমজম পানির ব্যবস্থা। পাশাপাশি বিশাল এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে আধুনিকমানের আবাসিক ব্যবস্থা। ভ্রমণকারিদের বহনের জন্য বিশেষ ধরনের ছোট গাড়ির ব্যবস্থাও রয়েছে।

    সাজানো গোছানো পরিপাটি এ মসজিদের উত্তরের অংশটি নারীদের জন্য সংরক্ষিত। ইমাম ও মুয়াজ্জিনের জন্য ১১২ বর্গমিটার জুড়ে থাকার ব্যবস্থা রয়েছে। রয়েছে উন্নতমানের একটি লাইব্রেরি। সাড়ে ৪০০ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক স্থাপনা। এছাড়া নিরাপত্তা কর্মীদের জন্য রয়েছে থাকার ব্যবস্থা।

    মসজিদে কুবার বিশাল এলাকাজুড়ে রয়েছে অসংখ্য খেজুরগাছ। বিভিন্ন স্পট ও রাস্তার দু’ধার দিয়ে সারিসারি  খেজুর গাছা ছাড়াও রয়েছে নানা ধরনের গাছ। গড়ে তোলা হয়েছে আকর্ষণীয় লাইটিং ব্যবস্থা। কোনো কোনো স্পট রয়েছে পাথরে ঘেরা।

    আবার কিছু স্থানে সবুজের আবহ ফুটিয়ে তুলতে লাগানো হয়েছে বিশেষ ধরনের ঘাস। রয়েছে বিশেষ ধরনের বড় বড় ছাতা। যেগুলো দিনের আলোয় খুলে দেওয়া হয়। যেন ভ্রমণকারীরা ছায়ায় বিশ্রাম নিতে পারেন। এছাড়া পুরো এলাকা উন্নতমানের পাথরে মুড়িয়ে দেওয়া হয়েছে।

    প্রায় ১৩ হাজার ৫০০ বর্গমিটার এ মসজিদের মূল প্রবেশ পথ সাতটি। রয়েছে ১২টির মতো সম্পূরক প্রবেশ পথ। আকর্ষণীয় কারুকাজ খচিত দরজাগুলো দেখতে যেন সোনায় মোড়ানো। এর সামান্য পূর্বে খানিকটা নিচের দিকে রয়েছে নারী-পুরুষের জন্য নির্মিত আলাদা আলাদা আধুনিক মানের অজুখানা।

    রয়েছে নারী-পুরুষের আলাদা টয়লেট। যেগুলো ২৪ ঘণ্টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিয়োজিত রয়েছেন পরিচ্ছন্নতাকর্মী। এছাড়া পুরো এলাকায় রয়েছেন অসংখ্য পরিচ্ছন্নতাকর্মী। যারা দিনরাত পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।

    মসজিদের বাইরে এ মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে।

    মদিনায় হযরত রাসূলুল্লাহ (সা.) ১০ বছর কাটিয়েছেন। এ সময়ে হযরত রাসুলুল্লাহ (সা.) পায়ে হেঁটে অথবা উট কিংবা ঘোড়ায় আরোহন করে কুবা মসজিদে যেতেন। এরপর তিনি সেখানে দু’রাকাত নামাজ আদায় করতেন।

    অন্য হাদিসে আছে, প্রতি শনিবারে রাসূলুল্লাহ (সা.) কুবায় আগমন করতেন। -সহিহ বোখারি ও মুসলিম

    আরেক হাদিসে বর্ণিত আছে, মসজিদে কুবায় নামাজ আদায় করার সওয়াব একটি ওমরার সমপরিমাণ। -তিরমিজি

    হযরত রাসূলুল্লাহ (সা.) আরও ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের ঘরে ভালোভাবে পবিত্রতা অর্জন করে (সুন্নত মোতাবেক অজু করে) মসজিদে কুবায় আগমন করে নামাজ আদায় করে তাকে এক ওমরার সমপরিমাণ সওয়াব দান করা হবে। -ইবনে মাজাহ

    সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত

    হাদিসের এমন বর্ণনার পরিপ্রেক্ষিতে নবীর যুগ থেকেই প্রতি শনিবার মসজিদে কুবায় নামাজ আদায়ের জন্য গমন করা মদিনাবাসীর অভ্যাসে পরিণত হয়েছিল। এখনও তাদের এই আমল অব্যাহত রয়েছে। হযরত রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণে কুবা মসজিদে আসা ও দু’রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হজপালন শেষে মদিনায় অবস্থানরত হাজিরাও মসজিদে কুবায় যেয়ে নামাজ আদায় করেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    আন্তর্জাতিক নয়নাভিরাম মসজিদে মসজিদে কুবা রাতের
    Related Posts
    World

    পৃথিবীর এই ৫টি স্থান মহাকাশ থেকেও দেখা যায়

    September 22, 2025
    Iran

    ইরানের কারাগারে যেভাবে বদলে যায় বন্দিদের জীবন

    September 22, 2025
    পতাকা

    স্বীকৃতি দেওয়ার পরপরই ফ্রান্সের ২১ শহরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

    September 22, 2025
    সর্বশেষ খবর
    মসজিদে কুবা

    রাতের নয়নাভিরাম মসজিদে কুবা

    গাছ চাষ

    আর নয় চাকুরি অথবা ব্যবসা, এই গাছ চাষ করুন আর হয়ে যান কোটিপতি

    what time is the ballon d'or ceremony

    Where to Watch the Ballon d’Or Ceremony 2025: TV Channels and Live Stream Details

    bruce pearl net worth

    Bruce Pearl Net Worth in 2025: Salary, Contract, and Career Earnings Explained

    bruce pearl retiring

    Bruce Pearl Retiring: Auburn Basketball Coach Steps Down After 11 Seasons

    মুখের কালো দাগ

    সাত দিনের মধ্যে মুখের কালো দাগ দূর করার দুর্দান্ত উপায়

    where and how to watch Baltimore Ravens vs. Detroit Lions

    Where and How to Watch Baltimore Ravens vs. Detroit Lions Monday Night Football

    বিদ্যা বালান

    চল্লিশের পর মেয়েরা গোপনে কি করেন জানালেন বিদ্যা বালান

    highcourt

    ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গাকে নিয়ে আলাদা আসন করা প্রশ্নে হাইকোর্টের রুল

    নামাজের সময়সূচি ২০২৫

    নামাজের সময়সূচি: ২৩সেপ্টেম্বর, ২০২৫

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.