লাইফস্টাইল ডেস্ক : সন্ধ্যার পর বাস বা গণপরিবহনে নিকটস্থ বা দূরপাল্লার ভ্রমণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ।
রাতের বাস ভ্রমণে করণীয় সতর্কতা:
১. বিশ্বস্ত বাস কোম্পানি বেছে নিন
পরিচিত ও নিরাপদ বাস সার্ভিস ব্যবহার করুন। নির্ভরযোগ্য বাসগুলো বেছে নেওয়ার চেষ্টা করুন।
২. অগ্রিম টিকিট কেটে নির্দিষ্ট আসন বেছে নিন দালাল বা অস্থায়ী কাউন্টার থেকে টিকিট না কেটে বাস কাউন্টার থেকে নিশ্চিত টিকিট সংগ্রহ করুন এবং জানালার পাশে না বসার চেষ্টা করুন।
৩. অচেনা যাত্রীদের সঙ্গে খাবার বা পানীয় গ্রহণ করবেন না
অনেক সময় অপরিচিত ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাবার বা পানীয় দিতে পারে। সতর্ক থাকুন।
৪. বাসে উঠেই পরিবারের সঙ্গে যোগাযোগ করুন
বাস ছাড়ার সময় ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানিয়ে দিন। লোকেশন ট্র্যাকিং অন রাখুন এবং প্রয়োজনে কারও সঙ্গে লাইভ শেয়ার করুন।
৫. গুরুত্বপূর্ণ নম্বর সংরক্ষণ করুন
বাসচালকের নম্বর, থানার নম্বর, নিকটস্থ আত্মীয়ের নম্বর সংরক্ষণ করে রাখুন। প্রয়োজনে ৯৯৯-এ কল করুন।
৬. সঙ্গী থাকলে একাকী ভ্রমণ না ভালো হয় সম্ভব হলে পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে ভ্রমণ করুন।
৭. আত্মরক্ষার সরঞ্জাম রাখুন সাধারণ পেপার স্প্রে, ছোট ছুরি বা অন্য কোনো আত্মরক্ষামূলক জিনিস সঙ্গে রাখতে পারেন।
৮. সন্দেহজনক কিছু মনে হলে বাস কর্মীদের জানান
বাসের ভেতরে যদি কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু মনে হয়, তাহলে বাসের চালক বা হেলপারের সঙ্গে শেয়ার করুন এবং প্রয়োজনে পুলিশকে জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।