স্পোর্টস ডেস্ক : গত মৌসুমেই ট্রেবল জিতেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এবারও মৌসুমের মাঝামাঝি সময়ে তাদেরকে হাতছানি দিচ্ছে স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে সেক্ষেত্রে লস ব্লাঙ্কোসদের হারাতে হবে বার্সেলোনার বাধা।
বর্তমান লিগ টেবিলের সেরা দল এবং চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লড়াইটা মোটেও সহজ হতে যাচ্ছে না রিয়ালের জন্য। তবে সেসব বিষয়কে একদমই পাত্তা দিচ্ছেন না রিয়ালের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।
ফাইনালের লড়াইয়ের আগে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসেছিলেন বেনজেমা। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে চাপের ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাস ঝড়েছে ব্যালন ডি’অর জয়ী তারকার কথায়।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা। চলতি মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো এটি। প্রথম লড়াইয়ে লা লিগায় গত অক্টোবরে ৩-১ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ।
ফাইনালের লড়াইয়ের আগে দলের মানসিকতায় দৃঢ়তার বিষয়টি টেনে এনে বেনিজেমা বলেন, ‘রিয়াল মাদ্রিদে বিষয়টাই এমন যে, আমাদের সবসময় জিততে হবে। আমরা জানি লড়াইটা কঠিন হবে, কিন্তু আমাদের এমন মানসিকতা থাকতে হবে যে আমরা ম্যাচটা জিততে পারি।’
তিনি আরো বলেন, ‘এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বার্সেলোনা একটি দুর্দান্ত দল। তবে আমরা নিজেদের ওপর বিশ্বাস ধরে করব এবং নিশ্চিত করব যে আমরা প্রস্তুত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।