বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Realme তাদের নতুন নাম্বার সিরিজ পেশ করতে চলেছে। আমরা গত মাসে আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে Realme 13 Pro এবং Realme 13 Pro Plus ফোনের ডিটেইলস শেয়ার করেছিলাম। আজ স্বং কোম্পানি ভারতে তাদের Realme 13 Pro সিরিজ লঞ্চের অফিসিয়াল ঘোষণা করে দিয়েছে। এই মাসে অর্থাৎ জুলাই মাসে এই সিরিজ ভারতে লঞ্চ করে দেওয়া হবে।
ভারতে লঞ্চ হবে realme 13 Pro Series 5G
কোম্পানির পক্ষ থেকে realme 13 Pro Series লঞ্চ করা হবে বলে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত ব্র্যান্ডের পক্ষ থেকে এই সিরিজে আসন্ন ফোনগুলির নাম জানানো হয়নি। আমাদের সোর্স অনুযায়ী এই সিরিজে Realme 13 Pro 5G এবং Realme 13 Pro Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই আপকামিং সিরিজের সঠিক দাম প্রকাশ্যে এলে পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে শপিং সাইট ফ্লিপকার্টে realme 13 সিরিজের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।
realme 13 Pro Series এর ক্যামেরা
Realme 13 Pro 5G এবং Realme 13 Pro Plus 5G স্মার্টফোনগুলি ব্র্যান্ডের প্রথম Professional AI Camera ফোন হতে চলেছে। আপাতত ফোনে ব্যাবহৃত ক্যামেরার মেগাপিক্সেল জানানো হয়নি। তবে রেয়ার ক্যামেরা সেটআপে HyperImage+ লেখা হয়েছে। Realme 13 Pro এবং Realme 13 Pro Plus ফোনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি যোগ করা হবে। এর ফিচার ফটো তোলা থেকে শুরু করে সেগুলি এডিট পর্যন্ত সব ক্ষেত্রেই ইউজারদের সাহায্য করবে।
Realme 13 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
Realme 13 Pro+ 5G ফোনটি ই=এই সিরিজের সবচেয়ে বড় স্মার্টফোন হতে চলেছে এবং এতে Snapdragon 7s Gen 3 প্রসেসর যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকতে পারে। ভারতে এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ 4টি ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।
Realme 13 Pro 5G স্পেসিফিকেশন (লিক)
Realme 13 Pro 5G ফোনটি মিড রেঞ্জে 20 হাজার টাকা বাজেটে লঞ্চ করা হতে পারে। ফোনের বেস মডেলে 8GB RAM ও 128GB স্টোরেজ এবং ডায়নামিক RAM ফিচার থাকবে। ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।