বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি গ্লোবাল মার্কেটে তাদের নতুন ফোন পেশ করার প্রস্তুতি নিচ্ছে। আগামী 5 জুন Realme C63 স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি প্রথমে মালয়েশিয়া এবং পরে অন্যান্য বাজারে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই, ফোনটি মালয়েশিয়ার শপিং সাইটে প্রি-অর্ডারের জন্য লিস্টেড হয়েছে। Realme C63 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Realme C63 এর দাম : মালয়েশিয়ার শপিং সাইটে Realme C63 স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। এতে 8জিবি RAM এবং 128জিবি স্টোরেজ রয়েছে। এখানে Realme C63 ফোনের দাম RM599 মালয়েশিয়ান রিংগিট অর্থাৎ ভারতীয় টাকা অনুযায়ী প্রায় 10,900 টাকা দাম রাখা হয়েছে। এই আপকামিং ফোনটি Leather Blue এবং Jade Green এই দুটি কালার অপশনে সেল করা হবে।
Realme C63 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Realme C63 স্মার্টফোনে 6.67 ইঞ্চির এচডি ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনে 560নিটস ব্রাইটনেস সাপোর্ট রয়েছে।
প্রসেসর: Realme C63 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে UNISOC T612 অক্টা-কোর প্রসেসর সহ 1.8গীগাহার্টজ পর্যন্ত ক্লক স্পীডে কাজ করে।
স্টোরেজ: মালয়েশিয়া শপিং সাইট 8জিবি RAM সহ 128জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনে ভার্চুয়াল RAM যোগ করা হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ক্যামেরার সামনে উদ্দাম ড্যান্স দিয়ে উঞ্চতা ছড়ালেন সুন্দরী যুবতী
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme C63 স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।