দেখতে হুবহু আইফোনের মত, বাজার কাঁপাচ্ছে রিয়েলমির এই স্মার্টফোন

realme c63 specifications

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি লো বাজেট সেগমেন্টে মাত্র 7,699 টাকা দামে Realme C61 ফোনটি লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানি ভারতে 10 হাজার টাকার চেয়েও সস্তা realme C63 স্মার্টফোন লঞ্চ করেছে। মাত্র 8,999 টাকা দামের এই ফোনে মাত্র 1 মিনিট চার্জ করে টানা 1 ঘন্টা কলে কথা বলা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

realme c63 specifications

এই ফোনে 4GB RAM সহ 128GB স্টোরেজ রয়েছে। Realme C63 ফোনের দাম রাখা হয়েছে মাত্র 8,999 টাকা। আগামী 3 জুলাই থেকে এই ফোনটি Leather Blue এবং Jade Green কালারে সেল করা হবে। কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফ্লিয়ান রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনটি কেনা যাবে।

Realme C63 ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme C63 ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। IPS LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট ও 560nits ব্রাইটনেসের পাশাপাশি Mini Capsule 2.0 সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Realme UI 5.0 সহ পেশ করা হয়েছে। প্রসেস্রিঙ্গের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত UNISOC T612 চিপসেট রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী জি57 জিপিইউ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Realme C63 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি এআই লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট চামের আজগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 0 থেকে 50% চার্জ হতে 30 মিনিট সময় লাগে এবং মাত্র 1 মিনিট চার্জ করে টানা 1 ঘন্টা কলে কথা বলা যায়।

অন্যান্য: Realme C63 ফোনে IP54 রেটিং রয়েছে। এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Air Gestures, Wi-Fi 5 এবং Bluetooth 5.0 দেওয়া হয়েছে।

গরুর মাংস রান্না বিতর্ক, ভয়ে ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন না সুদীপা

Realme C63 ফোনের প্রতিদ্বন্দ্বী
Realme C63 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের 45W ফাস্ট চার্জিং। 10 হাজার টাকার বাজেটে realme Narzo N63, itel P55+ এবং Moto G24 Power ফোনগুলিতে ভালো ফাস্ট চার্জিং পাওয়া যায়। বাজেটের দিক থেকে Redmi 13C ফোনটি Realme C63 ফোনের অন্যতম প্রতিদ্বন্দ্বী।