বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি জানিয়েছে ভারতে তাদের ‘জিটি সিরিজ’ এর নতুন Realme GT 6 স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। এই ঘোষণার দিন থেকেই টেক লেবারস এবং ইউজাররা এই ফোনের লঞ্চ হওয়ার অপেক্ষা করছে। আজ কোম্পানি এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছে। আগামী 20 জুন ভারতে Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয়েছে। আগামী 20 জুন ভারতে Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে ভারতে ইভেন্টের আয়োজন করে গ্লোবাল অর্থাৎ পুরো বিশ্বে এই Realme GT 6 স্মার্টফোনটি পেশ করা হবে। আগামী 20 জুন দুপুর 1টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। ভারতে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হবে। এই ফোনের লঞ্চ ইভেন্ট কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে।
Realme GT 6 এর স্পেসিফিকেশন (লিক) : ডিসপ্লে: realme GT 6 স্মার্টফোনে 6.78 ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনে 8T LTPO AMOLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট, 6000nits পীক ব্রাইটনেস এবং 2160Hz পিডব্লিউএম ডিমিং দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: realme GT 6 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5 সহ পেশ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর সহ 3গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
ব্যাক ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony IMX882 OIS ফিচার সহ মেইন সেন্সর এবং 8MP IMX355 112° আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। একইসঙ্গে ফ্রন্ট প্যানেলে 32MP Sony IMX615 সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং রিলস বানান এবং ভিডিও কলের জন্য realme GT ফোনে Neo6 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনে Sony IMX615সেন্সর সহ এফ/2.45 অ্যাপচার সহ কাজ করে। ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 6 5G ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড এবং শক্তিশালী 5,500mAh ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
খেয়েছিলেন প্রস্রাব, লানার নীল জগত থেকে বেড়িয়ে আসার লোমহর্ষক গল্প
Realme GT 6 স্মার্টফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সাপোর্ট করবে বলে শোনা গেছে। সম্প্রতি ভারতে লঞ্চ হওয়া POCO F6 ফোনেও একই চিপসেট দেওয়া হয়েছিল। অন্যদিকে আগামী দিনে ভারতে Xiaomi 14 CIVI ফোনটি Snapdragon 8s Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হবে। এই তিনটি ফোনটি একই প্রসেসর দেওয়া হবে অর্থাৎ Realme GT 6 স্মার্টফোন সরাসরি POCO এবং Xiaomi ফোনগুলিকে টেক্কা দেবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।