বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রিয়েলমি ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি ভারতে তাদের জিটি সিরিজের Realme GT 6 স্মার্টফোন লঞ্চ করবে। ব্র্যান্ড এখনও পর্যন্ত এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেনি, তবে লিক থেকে জানা যাচ্ছে এই ফোনটি আগামী 20 জুন লঞ্চ করা হতে পারে। কোম্পানির ভাইস প্রেসিডেন্টের এক্স অর্থাৎ টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জানা গেছে এবং নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল।
realme Vice president Chase তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের মাধ্যমে Realme GT সিরিজের টিজার ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে চেজকে খবরের কাগজ পড়তে দেখা গেছে, যেখানে Realme GT 6 এবং June 20th লেখা আছে। তাই ধারণা করা হচ্ছে এই দিনই ভারতে Realme GT 6 ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি আগামী কিছু দিনের মধ্যেই এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
Realme GT 6 ফোনের স্পেসিফিকেশন (লিক) : ডিসপ্লে: Realme GT 6 ফোনে 6.78 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 8T LTPO AMOLED প্যানেল থাকতে পারে এবং এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 6000nits পীক ব্রাইটনেস এবং 2160Hz পিডব্লিউএম ডিমিং সাপোর্ট করবে বলে জানা গেছে।
প্রসেসর: realme GT 6 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5 সহ পেশ করা হতে পারে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকমের 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জ্জন্য এই ফোনে 50MP Sony IMX882 OIS প্রাইমারি সেন্সর এবং 8MP IMX355 112° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য realme GT 6 ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32MP Sony IMX615 Selfie Camera দেওয়া হতে পারে। ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য realme GT 6 5G ফোনে 120W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।