বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী জুলাই মাসে ওয়ানপ্লাস এবং রিয়েলমি তাদের ইউজারদের জন্য উপহার নিয়ে আসতে চলেছে। আগামী মাসে কোম্পানি Realme GT 7 এবং OnePlus Ace 3 Pro স্মার্টফোন হোম মার্কেট চীনে লঞ্চ করতে পারে। এছাড়া লিকের মাধ্যমে এই আপকামিং ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।
টিপস্টার পিকাচু মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Realme GT 7 এবং OnePlus Ace 3 Pro স্মার্টফোনের দামের রেঞ্জ এবং অন্যান্য ডিটেইলস শেয়ার করেছে। লিক অনুযায়ী GT 7 এবং Ace 3 Pro ফোনের দাম একই রকম হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনটি চীনে 3,000 ইউভান অর্থাৎ ভারতে প্রায় 35,325 টাকায় পেশ করা হতে পারে।
যেসব ইউজাররা ক্যামেরা পারফরমেন্স সম্পর্কে খুব বেশি শৌখিন নন তাদের জন্য এই প্রাইস রেঞ্জে এই ফোনটি ভালো অপশন হতে পারে বলে লিকে জানানো হয়েছে।
Realme GT 7 এবং OnePlus Ace 3 Pro এর স্পেসিফিকেশন (লিক) : টিপস্টার সম্প্রতি লিকের মাধ্যমে Realme GT 7 এবং OnePlus Ace 3 Pro ফোন দুটি একই রকম স্পেসিফিকেশন হবে বলে লিখেছে। যারা পারফরমেন্স নিয়ে বেশি চিন্তিত এই ফোনটি বিশেষ করে তাদের জন্য তৈরি করা হচ্ছে।
এই আপকামিং দুটি ফোন স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। লিস্টিঙের মাধ্যমে এই ফোনের ডিসপ্লে সাইজ সম্পর্কে জানা যায়নি, কিন্তু একটি ফোন ফ্ল্যাট এবং অন্যটি কার্ভ 1.5K রেজোলিউশন সাপোর্টেড হতে পারে বলে মনে করা হচ্ছে।
এই দুটি ফোনই 100W ফাস্ট চার্জিং সাপোর্টেড সহ পেশ করা হতে পারে। এতে রিয়েলমি দ্রুত এবং ওয়ানপ্লাস বড়ো ব্যাটারি দেওয়া হতে পারে। লিস্টিং অনুযায়ী রিয়েলমি এবং ওয়ানপ্লাস মডেল ডেডিকেটেট গ্রাফিক্স চিপ এবং হিটিং থেকে সুরক্ষার জন্য কুলিং সিস্টেম যোগ করা হতে পারে।
বাড়ির ছাদে ‘সুন্দরী কমলা’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী
জানিয়ে রাখি আগামী 20 জুন ভারত সহ গ্লোবাল বাজারে GT 6 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই আপকামিং ফোনের বেশ কিছু শক্তিশালী এআই ফিচার দেওয়া হবে। এই ফিচারের মধ্যে বিশেষ করে এআই স্মার্ট রিমুভাল, এআই নাইট ভিজন মোড এবং এআই স্মার্ট লুপ রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।