বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Realme Narzo N55: সম্প্রতি রিয়েলমি নারজো এন৫৫ (Realme Narzo N55) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে মিনি ক্যাপস্যুল (Mini Capsule) ফিচার। এর আগে এই ফিচার প্রথম দেখা গিয়েছিল রিয়েলমি সি৫৫ (Realme C55) ফোনে। এই মিনি ক্যাপস্যুল ফিচার আসলে অনেকটা আইফোন ১৪ প্রো- এর ডায়নামিক আইল্যান্ড ফিচারের মতো। রিয়েলমি ‘এন’ সিরিজের প্রথম ফোন হিসেবে দেশে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৫ ফোন। এই ফোনে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের AI ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৩৩ ওয়াটের Supervooc ফাস্ট চার্জিং সাপোর্ট। রিয়েলমি নারজো এন৫৫ ফোনে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ২৯ মিনিটে।
রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম
বাংলাদেশে এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম হবে ১৬,০০০ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ১৮ এপ্রিল শুরু হবে ফোনের বিক্রি। স্পেশ্যাল লাইভ অনলাইন সেল চালু হবে ১৩ এপ্রিল দুপুর ১২টা থেকে। এক্ষেত্রে বেস ভ্যারিয়েন্টে ৭০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আর ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টে ছাড় পাবেন ১০০০ টাকা। রিয়েলমি এবং অ্যামাজনের সাইটে এই ছাড় পাওয়া যাবে। এছাড়াও ১৮ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চালু থাকবে স্পেশ্যাল অফার। প্রাইম ব্লু এবং প্রাইম ব্ল্যাক রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি নারজো এন৫৫ ফোন। থাকবে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং অন্যান্য অফারও।
রিয়েলমি নারজো এন৫৫ ফোনের চার স্পেসিফিকেশন
এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Realme UI out-of-the-box- এর সাহায্যে।
ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি নারজো এন৫৫ ফোনে। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
রিয়েলমি নারজো এন৫৫ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে এই ফোনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।