আন্তর্জাতিক ডেস্ক : আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স- প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এ সংশ্লিষ্ট ঘোষণাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।
ম্যাক্রোঁ বৃহস্পতিবার সন্ধ্যায় বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি তার ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি সৎ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।’
এরপর শুক্রবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘সৌদি আরব এই ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসা করে, যা ১৯৬৭ সালের সীমান্তে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্যকে পুনর্ব্যক্ত করে।’
বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ‘আন্তর্জাতিক রেজুলেশন বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আইন সমুন্নত রাখার জন্য রাষ্ট্রগুলোর অব্যাহত প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেয়।
সৌদি আরব অন্যান্য দেশকেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পুনরায় আহ্বান জানিয়েছে। এএফপি’র এক হিসাব অনুযায়ী, এখন মোট ১৪২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে।
গাজায় ইসরায়েলি সরকারের ধ্বংসাত্মক আক্রমণের মধ্যে ফ্রান্সের সিদ্ধান্তটি এসেছে। চলমান গণহত্যার যুদ্ধে অবরুদ্ধ গাজায় হাজার হাজার মানুষ নিহত এবং লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যার মামলা চলছে।
ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণকারী সংস্থা গাজাজুড়ে খাবারের আশায় জড়ো হওয়া নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি করে হত্যা করছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের তৈরি ত্রাণ কেন্দ্রগুলোর কাছে গত ছয় সপ্তাহে ৮৭৫ জন নিহত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।