রেকর্ড পরিমান অর্থের বিনিময় সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার

নেইমার

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই সৌদি আরবের ক্লাবে সই করলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে এক ক্লাবে নয়। রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে আল হিলাল তাকে দলে নিল। একে একে পিএসজি ছেড়ে প্রায় সমস্ত তারকা ফুটবলারই বিশ্বের বিভিন্ন ক্লাবে যোগ দিচ্ছেন।

নেইমার

এবার সেই তালিকায় ঢুকে পড়লেন নেইমারও। জানা যাচ্ছে রেকর্ড পরিমান অর্থের বিনিময় সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেন ব্রাজিলিয়ান তারকা। তিনি দীর্ঘদিন ধরেই বার্সেলোনায় ফেরার চেষ্টা করে যাচ্ছিলেন নেইমার। কিন্তু বার্সা তাঁকে নিতে সেভাবে আগ্রহ দেখায়নি। পাশাপাশি নেইমারকে ছেড়ে বড় টাকা আয় করতে চেয়েছিল পিএসজি।

তাদের দাবিকে মানতে পেরেছে একমাত্র আল হিলাল। ১৬ কোটি ইউরো প্রত্যেক মরশুমে পাবেন নেইমার। এর সঙ্গে গোল করলে বোনাস পাবেন তিনি। ট্রফি জিতলেও রয়েছে বোনাসের ব্যবস্থা রয়েছে। ম্যাচের সেরা বা টুর্নামেন্টের সেরা হলেও আলাদা করে বোনাস পাবেন তিনি।

২ বছরের চুক্তিতে নেইমার সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন। এরপর তিনি চাইলে আরও এক বছরের জন্য চুক্তি বাড়াতে পারবেন। যার ফলে তিনি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আল হিলালে থাকবেন। তাকে দলে নিতে আল হিলাল ট্রান্সফার ফি দিয়েছে আনুমানিক ১০০ মিলিয়ন ইউরো। মধ্যপ্রাচ্যের ফুটবলে এটা অন্যতম বড়় ট্রান্সফার হতে চলেছে।

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ স্বামীর ছবি প্রকাশ করলেন

বর্তমানে সৌদি লীগে আল নাসেরের জার্সিতে খেলছেন রোনালদো। আর ইত্তিহাদে খেলছেন আরও এক তারকা করিম বেনজিমা। তবে তাদের বেতনের থেকে অনেকটাই কম টাকা পাচ্ছেন নেইমার। সৌদি লিগে অনেক চেষ্টা করেও এতদিন আল হিলাল কোনও তারকা প্লেয়ারকে সই করাতে পারেনি। এবার সেটাই করে দেখালো তারা।