আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার রেকর্ড ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা মে মাসের মধ্যে সর্বোচ্চ। মরুভূমি অঞ্চল হওয়ায় জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা এখানে সবসময়ই বেশি থাকে, তবে সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে চলমান প্রচণ্ড গরমে পরিস্থিতি আরও তীব্র হয়েছে।
শনিবার (২৪ মে) বার্তা সংস্থা এএফপি জানায়, এই তীব্র গরমের কারণে শুক্রবারের নামাজে অনেক মুসল্লি দুর্বলতা ও অস্থিরতা অনুভব করেছেন। তাপমাত্রা এমনিতেই অত্যন্ত বেশি থাকে এই দেশে। বিশ্বের সবচেয়ে উষ্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত তেলসমৃদ্ধ উপসাগরীয় এই রাষ্ট্রের রাজধানী আবুধাবির একটি এলাকায় এই রেকর্ড তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।
২৬ বছর বয়সী এক বাসিন্দা জানান, ‘আবহাওয়াটা ছিল একেবারে অসহনীয়। গরমের কারণে আমি মসজিদে দেরিতে পৌঁছেছি, ফলে বাইরে নামাজ পড়তে হয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘নামাজ শেষে আমি পুরোপুরি ঘামে ভিজে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন অজ্ঞান হয়ে যাব।’
জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানায়, ২০০৩ সালে তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে মে মাসে ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস (১২২.৭ ফারেনহাইট) তাপমাত্রা এই প্রথম রেকর্ড হয়েছে। এটি ২০০৯ সালে রেকর্ড করা ৫০.২ ডিগ্রি সেলসিয়াসকেও ছাড়িয়ে গেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ এবং ২০২৩ সালের কপ২৮ জলবায়ু সম্মেলনের আয়োজক এই দেশটি গত এপ্রিলেও দৈনিক গড়ে ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল।
শুক্রবার এনএমসি দেশটির জনগণকে সতর্ক করে বলেছে, এই সময়টাতে নিরাপদ থাকার জন্য রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান, উপযুক্ত হালকা পোশাক পরিধান এবং সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।