স্পোর্টস ডেস্ক : খেলার মাঠে প্রায়ই ফুটবলারদের পাশাপাশি কোচেদেরও লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেন রেফারি। মাঝে মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কোচেদের গালিগালাজ করতেও শোনা যায়। তবে চীনের জিন দুয়ান যে কাণ্ড ঘটালেন, এমনটি আগে কখনো ঘটেছে কিনা বলা মুশকিল। খবর রয়টার্সের।
গত রোববার চীনের দ্বিতীয় বিভাগের ফুটবল লিগের ম্যাচে ঘটে এমন বিতর্কিত ঘটনা। যেখানে টাচ লাইনে ক্রমাগত তর্ক করতে থাকা কোচকে প্রথমে হলুদ কার্ড ও পরে লাল কার্ড দেখান রেফারি। লাল কার্ড দেখা মাত্রই রেফারিকে কষে চড় দেন লিওয়ানিং শেনিয়াং আর্বানের হেড কোচ দুয়ান। পরে অবশ্য জিন দুয়ান নিজের আচরণের জন্য রেফারির কাছে ক্ষমাও চেয়ে নেন।
চায়না লিগ ওয়ানের ম্যাচে নানজিং সিটির বিরুদ্ধে মাঠে নামে শেনিয়াং আর্বান। ম্যাচের প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে পড়ে শেনিয়াং। ২৮ মিনিটের মাথায় রাফায়েলের গোলে লিড নেয় নানজিং। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা শেনিয়াং দ্বিতীয়ার্ধে আরও ৩টি গোল হজম করে। তারা শেষমেশ ০-৪ গোলে ম্যাচ হারে। নানজিংয়ের হয়ে ৫৫ মিনিটের মাথায় গোল করেন ঝ্যাং জিনলিন। ৬৪ মিনিটের মাথায় শেনিয়াংয়ের জালে বল জড়ান ইয়াং হি। ৬৭ মিনিটের মাথায় ম্যাচের শেষ গোলটি করেন আবদৌ রাজাক।
পরে ম্যাচের মাঝে একটি পেনাল্টির সিদ্ধান্ত ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রেফারির সিদ্ধান্ত মেনে নিতে না পেরে টাচ লাইনে উত্তেজিত ভঙ্গিতে তর্ক জুড়ে দেন শেনিয়াংয়ের কোচ জিন দুয়ান। রেফারি তাকে লাল কার্ড দেখানোর পরেই তিনি তৎক্ষণাৎ চড় কষান রেফারিকে।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সমালোচনার মুখে দুয়ান নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। শেনিয়াং ক্লাবের তরফেও তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে কোচের এমন আচরণের জন্য দুঃখ প্রকাশ করা হয়। এও জানানো হয় যে, ম্যাচ অফিসিয়ালকে শারীরিক নিগ্রহ অত্যন্ত নিন্দাজনক ঘটনা। ক্লাবের ম্যানেজমেন্টের তরফে কোচের সঙ্গে এই নিয়ে কথা বলা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে ক্লাব অথবা চীনের ফুটবল সংস্থার তরফে জিন দুয়ানকে শাস্তি দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, এমন অপরাধ করে পার পাবেন না জিন দুয়ান। এমনকি শেনিয়াং ক্লাবকেও শাস্তি পেতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।