এই বছরের শুরুতেই রেডমি তাদের ‘টার্বো’ সিরিজের অধীনে Redmi Turbo 4 ফোনটি পেশ করেছিল। এটি বিশ্বের প্রথম Dimensity 8400-Ultra প্রসেসর সহ ফোন ছিল। এবার কোম্পানি তাদের এই ফোনের সাক্সেসার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। খুব তাড়াতাড়ি Redmi Turbo 5 ফোনটি চীনে পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আপকামিং ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়নি। তবে লিকের মাধ্যমে Redmi Turbo 5 ফোনের ব্যাটারি ও গুরুত্বপূর্ণ ডিটেইলস জানা গেছে।

ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ফোনের নতুন লিক শেয়ার করেছে। টিপস্টারের বক্তব্য অনুযায়ী Redmi Turbo 5 ফোনে সবচেয়ে বড় ব্যাটারি থাকতে পারে। লিক অনুযায়ী এই ফোনটিতে 9,000mAh চেয়েও বড় ব্যাটারি দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত শাওমি বা রেডমির কোনো ফোনই এত বড় ব্যাটারি সহ লঞ্চ করা হয়নি। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী শক্তিশালী ব্যাটারির পাশাপাশি Redmi Turbo 5 ফোনটিতে 100W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
জানিয়ে রাখি আগের Redmi Turbo 4 মডেলে 6,550mAh Battery দেওয়া হয়েছিল। চার্জিঙের জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার ছিল। পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে আসন্ন রেডমি ফোনটিতে বড় আপগ্রেড পাওয়া যাবে। এই Redmi Turbo 5 ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং ফিচার থাকবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি।
Redmi Turbo 5 ফোনটিতে Dimensity 8500 Ultra প্রসেসর থাকতে পারে বলে জানা গেছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত ফোনটির প্রসেসর মিডিয়াটেকের পক্ষ থেকে লঞ্চ করা হয়নি। আগামী কয়েক দিনের মধ্যেই চিপসেটটি পেশ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে ডায়মেনসিটি 8500 আল্ট্রা ARM A725 আর্কিটেকচারে তৈরি এবং এটি 3.4GHz ক্লক স্পীডে কাজ করে।
Redmi Turbo 4 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনটিতে f/1.5 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony LYT600 OIS সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 20 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। আপকামিং Redmi Turbo 5 ফোনটিতেও 50 মেগাপিক্সেল OIS ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে নতুন ও আপগ্রেডেড Sony LYT সেন্সর থাকবে।
লিক অনুযায়ী আসন্ন Redmi Turbo 5 5G ফোনটি মেটাল ফ্রেম দিয়ে তৈরি করা হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটিতে IP68+IP69 রেটিং থাকবে। এই ফোনটি OLED LTPS প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে। Redmi Turbo 4 ফোনটিতে 16GB RAM দেওয়া হয়েছিল, এবার Redmi Turbo 5 5G ফোনটি 16GB RAM সহ বাজারে লঞ্চ করা হতে পারে। বর্তমানে আপকামিং ফোনের সঠিক স্পেসিফিকেশন এবং লিক ডিটেইলস জানার অপেক্ষা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



