বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের Redmi 14C 4G স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি আগের মডেল 13C ফোনটির আপগ্রেড ভার্সন হতে পারে। টিপস্টার সুধাংশু অম্বোর এর মাধ্যমে আমরা এক্সক্লুসিভ আপকামিং ফোনটির লঞ্চ টাইমলাইন, RAM, স্টোরেজ এবং কালার অপশন সম্পর্কে জানতে পেরেছি। জানিয়ে রাখি এর আগে সার্টিফিকেশন ওয়েবসাইটে Redmi 14C ফোনটি লিস্টেড হয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য সম্পর্কে।
Redmi 14C এর লঞ্চ টাইমলাইন (লিক)
টিপস্টার সুধাংশু মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী এই মাসের শেষের দিকে গ্লোবাল বাজারে Redmi 14C স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তাই শীঘ্রই কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এই আপকামিং ফোনটি আগের 13C মডেলের মতোই কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Redmi 14C এর স্টোরেজ, RAM এবং কালার অপশন (লিক)
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Redmi 14C 4G স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করা হতে পারে।
ফোনটিতে 4GB RAM +128GB স্টোরেজ এবং 4GB RAM +256GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে।
এই ফোনটি ব্ল্যাক এবং ব্লু এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
Redmi 14C এর সম্ভাব্য স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে Redmi 14C স্মার্টফোনটিতে Helio G91 Ultra চিপসেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত এই ফোনটি ক্যামেরা সেটআপ সম্পর্কে অফিসিয়ালি কিছু জানা যায়নি, কিন্তু আপকামিং ফোনটি আগের মডেলের মতো রেয়ার ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ সহ লঞ্চ করা হতে পারে।
অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার 1.0 ওএস সহ কাজ করতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ফোনটিতে 4G, এনএফসি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই, ব্লুটুথ এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে।
Redmi 13C 4G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: গত বছর Redmi 13C 4G ফোনটিতে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: আগের মডেল Redmi 13C 4G ফোনটি 8GB পর্যন্ত RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে RAM plus ফিচার রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13C ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের দুটি অন্য লেন্স সহ ট্রিপল রেয়ার ক্যামেরা যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।