বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রেডমি কে৫০ ও কে৫০ প্রোর পাশাপাশি চীনের বাজারে আরো একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে শাওমি। রেডমি কে৪০এস এটি বাজারে আনা হয়েছে। মূলত এক বছর আগে বাজারে আনা কে৪০-এর উন্নত সংস্করণ এটি। সে সময় কে৪০-এর চাহিদার পরিপ্রেক্ষিতে নতুন আরেকটি মডেল বাজারজাতের সিদ্ধান্ত নিয়েছিল শাওমি। খবর গিজমোচায়না।
নতুন স্মার্টফোনটির ডিজাইন ও ফিচারে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো এর কুলিং সিস্টেম। কে৪০এস স্মার্টফোনে ৩ হাজার ১১২ স্কয়ার মিলিমিটারের ভিসি লিকুইড কুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। উন্নত কুলিং প্রযুক্তির কারণে ডিভাইসটি মাল্টিপ্লেয়ার অনলাইন ব্যাটল অ্যারেনায় ১২০ ফ্রেম পর্যন্ত সাপোর্ট দিতে পারে।
রেডমি কে৪০এস স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট, ৬/৮/১২ জিবি এলপিডিডিআরফাইভ মেমোরি এবং ১২৮/২৫৬ জিবি ইউএফএস ৩.১ ফ্ল্যাশ মেমোরি রয়েছে। স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির স্যামসাং ই৪ অ্যামোলেড ফুল এইচডিপ্লাস রেজল্যুশনের স্ট্রেইট স্ক্রিন ডিসপ্লে দেয়া হয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ক্যামেরার দিক থেকে রেডমি কে৪০এস স্মার্টফোনে সনি আইএমএক্স ৫৮২ সেন্সরের ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, যার সঙ্গে নতুন ফিচার হিসেবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) প্রযুক্তি দেয়া হয়েছে। ছবি ও ভিডিও ধারণের সময় এ প্রযুক্তি ব্যবহারকারীদের ভালো সুবিধা দেয়। ৪৮ মেগাপিক্সেলের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।
ডিভাইসটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াই-ফাই ৬, ডলবি অ্যাটমস সাপোর্ট, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, এনএফসি, ইনফারেড রিমোট কন্ট্রোলসহ একাধিক ফিচার রয়েছে। এতে এক্সিলারোমিটার, জায়রোস্কোপ, প্রক্সিমিটি, কম্পাস, কালার স্পেকট্রাম সেন্সরও রয়েছে।
কে৪০এস স্মার্টফোনের চার্জিং প্রযুক্তিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন স্মার্টফোনটিতে ৪ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। স্মার্টফোনটির ওজন মাত্র ১৯৫ গ্রাম। চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টসে স্মার্টফোনটি পাওয়া যাবে। ৬/১২৮ জিবি ২৮৩ ডলার, ৮/১২৮ জিবি ৩১৫ ডলার, ৮/২৫৬ জিবি ৩৪৬ ডলার এবং ১২/২৫৬ জিবির দাম ৩৭৮ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।