বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Xiaomi গত বছর নভেম্বর মাসে চীনে তাদের ‘রেডমি নোট 13’ সিরিজে 108MP Camera এবং 12GB RAM সহ Redmi Note 13R Pro পেশ করেছিল। এবার কোম্পানি চীনে Redmi Note 13R ফোনের একটি ছোট ভার্সন লঞ্চ করেছে। এই মিড বাজেট ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Redmi Note 13R ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi Note 13R ফোনে 2460 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.79 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 550nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই নোট ফোনটি HyperOS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.3GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 4 Gen 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: Redmi Note 13R 5G ফোনটি 6GB RAM, 8GB RAM এবং 12GB RAM রয়েছে। এর সঙ্গে এতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM এবং UFS 2.2 Storage টেকনোলজিতে কাজ করে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ultra-clear প্রাইমারি সেন্সর এবং 2MP macro সেন্সর রয়েছে। একইভাবে Redmi Note 13R ফোনের ফ্রন্ট প্যানেলে 8MP Selfie ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 13R 5G ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030mAh Battery যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে 3.5mm অডিও জ্যাক রয়েছে। এই ফোনটি IP53 রেটিং সহ পেশ করা হয়েছে। এতে ব্লুটুথ, ওয়াইফাই এবং বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির থিকনেস 8.32mm।
Redmi Note 13R ফোনের দাম
চীনের ওয়েবসাইটে Redmi Note 13R ফোনটি মোট 5টি ভেরিয়েন্টে লিস্টেড করা হয়েছে। ফোনের বেস মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1399 ইউয়ান অর্থাৎ প্রায় 16,399 টাকা। একইভাবে ফোনটির টপ মডেল 12GB RAM + 512GB Storage সহ 2199 ইউয়ান অর্থাৎ প্রায় 25,799 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।