Reno 8T & Pro: ডিজাইন ভালো হলেও যে কারণে ক্রয় করা উচিত হবে না

Oppo Reno 8T Pro

Oppo Reno 8T স্মার্টফোনটি রিলিজ করা হয় এ বছরের ফেব্রুয়ারি মাসের এক তারিখে। অন্যদিকে এটির Pro ভার্সন মার্কেটে আসে গত বছরের জুলাইতে। স্মার্টফোনটির দুটি মডেলের ডিজাইন সুন্দর হলেও স্পেসিফিকেশনে নেতিবাচক দিক লক্ষ্য করা যায়। আজ এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

Oppo Reno 8T Pro

Oppo Reno 8T হ্যান্ডসেটটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এখানে কোয়ালকম ৬৯৫ ফাইভ জি চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

এটির প্রাইমারি ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। ৪৮০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি এখানে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। Oppo Reno 8T স্মার্টফোনটির দাম ৩৪০ ইউরো বা ভারতীয় মুদ্রায় ৩০ হাজার রুপি ও বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার টাকা।

স্মার্টফোনের একটি নেতিবাচক দিক হলো দুর্বল চিপসেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এখানে লো কোয়ালিটির গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। কেননা এড্রেনো ৬১৯ গ্রাফিক্স কার্ডটি বেশ পুরনো মডেলের। ইউএসবি ৩.০ এর ফিচারটি এখানে অনুপস্থিত। সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল হলেও এপাচার আরো কম হতে পারতো। পাশাপাশি এখানে কর্নিল গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়নি। স্মার্টফোনটির দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও মূল্যবান অনেক ফিচারের ঘাটতি লক্ষ্য করা গেছে।

Oppo Reno 8T Pro হ্যান্ডসেটটিতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এখানে Mediatek Dimensity 8100 চিপসেট ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটিতে 8GB র‌্যাম এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে।

এটির প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল। 4500 মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি এখানে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। Oppo Reno 8T স্মার্টফোনটির দাম 558 ইউরো বা ভারতীয় মুদ্রায় ৪৮ হাজার রুপি ও বাংলাদেশি মুদ্রায় ৬৭ হাজার টাকা।

আপনাকে স্মার্টফোনটি চওড়া মূল্যে ক্রয় করতে হচ্ছে অথচ মিডিয়াটেক এর মত দুর্বল চিপসেট ব্যবহার করা হয়েছে। কম দামে কোয়ালকমের শক্তিশালী প্রসেসর আশা করেছিলেন আগ্রহী ক্রেতারা। তাছাড়া স্মার্টফোনটির স্ট্যান্ডার্ড ভার্সনটির র‌্যাম ৮ জিবি না হয়ে ১২ জিবি হতে পারতো।

স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনি ফোরকে রেজুলেশন বজায় রেখে ভিডিওগ্রাফি করতে পারবেন না। ইউএসবি ৩.০ এর ফিচার দেওয়া হয়নি। এ দামে পাঁচ হাজার মেগাহার্জ বা তার থেকে শক্তিশালী ব্যাটারি দেওয়া সম্ভব হতো। স্মার্টফোনটি আপনাকে অনেক অর্থ দিয়ে ক্রয় করতে হচ্ছে তবে বেশকিছু উল্লেখযোগ্য ফিচারে অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। ‌