আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর কুয়ের্নাভাকা শহরে একটি ঝুলন্ত সেতু উদ্বোধনের সময় ভেঙে মেয়রসহ ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এতে অনেকের হাত-পা ভেঙে গেছে। এমন ঘটনায় চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে মেয়রকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মেয়র হোসে লুইস উরিওস্তেগুই তার দলবল নিয়ে কাঠ, লোহা ও শিকল দিয়ে তৈরি ঝুলন্ত সেতুটি উদ্বোধন করতে আসেন। মেয়রসহ অন্যরাও সেতু পার হতে গেলে হঠাৎ ভেঙে পড়ে এটি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেতুটি কমপক্ষে ১০ ফুট নিচে ছিড়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। চার সিটি কাউন্সিল সদস্য, অন্য দুই সিটি কর্মকর্তা এবং একজন স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন। স্ট্রেচারে তুলে এনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত লোক সেতুতে ওঠায় ভেঙে পড়ে। শহরের সৌন্দর্য ফেরাতে বেশ কিছু পদক্ষেপের অংশ হিসেবেই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছিল।
Footbridge collapse during reopening ceremony in Mexico pic.twitter.com/Kn4X554Ydk
— Adrian Slabbert (@adrian_slabbert) June 9, 2022
সূত্র: এনডিটিভি
মহানবী (সা.)-কে কটূক্তি: ভয়ে দিল্লি ছাড়ল নবীন জিন্দালের পরিবার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।