জুমবাংলা ডেস্ক : রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা জীবিত ৬৮ জনকে উদ্ধার করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে ওই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আহতরা হলেন- বাবুর্চি দীন ইসলাম (২৮), সহকারী জুয়েল (৩০), জোবায়ের (২০), ওয়েটার আরিফ (২৫), ইকবাল (৩৫), উজ্জ্বল সর্দার (২৩) রাকিব (২৫), শাকিল (২২), ওমর ফারুক (৪৩)-সহ ১০ জন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ শুরু করে।
পরে আরো ৬টি ইউনিট তাদের সঙ্গে যুক্ত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মো. সালমান ফার্সি বলেন, ‘প্রথমে ভবনটির দুই তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।