মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্ত ও সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রদল। পূজামণ্ডপসংলগ্ন সড়কগুলো সংস্কারের কাজ হাতে নিয়েছে সংগঠনটি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন মন্দিরের আশপাশের ভাঙাচোরা রাস্তা মেরামতের কাজ শুরু করেন। এ সময় তারা জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার প্রচারপত্রও বিতরণ করেন।
জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ জানান, আফরোজা খান রিতার ব্যক্তিগত অর্থায়নে এসব সড়ক সংস্কার করা হচ্ছে। তিনি বলেন, “ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে আফরোজা খান রিতা সবসময় মানুষের পাশে দাঁড়ান। দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য তার নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব বলেন, “ছাত্রদল সব সময় মানুষের সেবায় নিয়োজিত ছিল। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
এ কার্যক্রমে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তিসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।