সাইফুল ইসলাম : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সংঘটিত একটি চুরির মামলার দীর্ঘ তদন্তের পর চোরাই আলামতসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্রে জানা যায়, সিংগাইর থানা এলাকার বাসিন্দা সানোয়ার হোসেনের বাড়িতে ২০২৪ সালের ২০ নভেম্বর গভীর রাতে চুরির ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাতনামা চোরেরা বাড়ি থেকে তিনটি স্মার্ট মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা, জমির দলিলসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী একই বছরের ২ ডিসেম্বর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সিংগাইর থানা প্রাথমিক তদন্ত পরিচালনা করলেও কোনো আলামত উদ্ধার কিংবা কোনো আসামি শনাক্ত করতে না পেরে ফাইনাল রিপোর্ট দাখিল করে। পরবর্তীতে বাদী নারাজি প্রদান করলে বিজ্ঞ আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআই মানিকগঞ্জ জেলা-কে তদন্তের নির্দেশ দেন।
জেলা পিবিআই সূত্র জানায়, মামলাটির তদন্তভার দেওয়া হয় ইন্সপেক্টর সুখেন্দু বসু-কে। গভীর অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের একপর্যায়ে তার নেতৃত্বে পিবিআইয়ের একটি চৌকস দল বুধবার (আজ) সিংগাইর থানার ওয়াইজনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকা থেকে আব্দুল কুদ্দুস ওরফে কুদ্দুস নামে এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পিবিআই জানায়, গ্রেফতারকৃত কুদ্দুসের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ মোট ১৭টি মামলা চলমান রয়েছে। পাশাপাশি তার নামে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
গ্রেফতারের পর তাকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য চোরাই মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পিবিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


