বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা কি এক সময় মানবসভ্যতাকে পাল্টে দেবে! মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকৃষ্ট আবিষ্কার রোবট! এরই মধ্যে পশ্চিমা বিশ্বে এ নিয়ে চাপা এক আতঙ্ক বিরাজ করছে। বলা হচ্ছে মানুষের কাজ নিয়ে নেবে রোবট। মানুষ হয়ে পড়বে বেকার।
ফলে রোবটের সঙ্গে মানুষের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। এমন পরিস্থিতিতে সার্স জায়ান্ট গুগলের সাবেক ব্যবসা বিষয়ক প্রধান মো গাওদাত দিয়েছেন আরও ভয়াবহ খবর। তিনি বলেছেন, খুব তাড়াতাড়িই কৃত্রিম বৃদ্ধিমত্তা তৈরি করবে সে* রোবট। তারা হবে ‘জীবন্ত’।
তাদের ডিজাইন করা হবে ভালবাসার আবেদন আছে এমন করে। ইউটিউবে নিজের চ্যানেল ইম্প্যাক্ট থিওরিতে এই তথ্য প্রকাশ করেছেন গুগল এক্স-এর সাবেক ব্যবসা বিষয়ক প্রধান কর্মকর্তা গাওদাত। তিনি এতে বলেছেন, কৃত্রিম বৃদ্ধিমত্তা এভাবেই মানুষের কাছে হাজির হবে।
এসব রোবটের অনুভূতি, তার কার্যকলাপ হবে অনেকটাই মানুষের মতো। তাদের মাথায় দেয়া হবে চিন্তা করার মতো প্রযুক্তি। তাই একে জীবন্ত বলা হয়েছে। এ কারণে ভালবাসা এবং রিলেশনশিপে অনেক মানুষ চলে যাবে ভার্চুয়াল জগতে। সেই জগতে তাদের সঙ্গী হবে এইসব সে* রোবট।
তিনি বলেছেন, শারীরিক সম্পর্কের সময় শরীরের ভিতর যে উন্মাদনা সৃষ্টি হয়, তা প্রযুক্তি ব্যবহার করে সেক্স রোবটের মধ্যে স্থানান্তর করা খুব কঠিন কিছু নয়। এই অনুভূতি বোঝার জন্য তিনি কিছু অ্যাপের নাম বলেন। সেগুলো ব্যবহার করে হেডসেটের মাধ্যমে লোকজন অনুভূতিটা বুঝতে পারে। আমরা এখন যেভাবে মাংসপেশী প্রসারিত বা সংকুচিত করতে পারি, রোবটও তাই পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।