বিনোদন ডেস্ক : আচমকাই চাকরি হারানোর ভয়ে তটস্থ দিদি নাম্বার ১ এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি । কিন্তু কেন? তাই ভাবছেন নিশ্চই? সম্প্রতি দিদির মঞ্চে হাজির হয়েছিলেন খুদেরা।
তাদের নিয়েই জমে উঠেছিল দিদি নাম্বার ১-এর মঞ্চ। তারই মধ্যে অনুষ্কা নামের এক খুদে হুবুহু রচনার মতো সেজে তারই সংলাপ বলে। একবারে নিখুঁদ তার বলা। আর সেই দেখেই একেবারে চোখ ছানাবড়া রচনার।
দিদি তো একপ্রকার ভয়ই পেয়ে গেছেন এই খুদে রচনাকে দেখে। আর সেকথা নিজের মুখেই জানিয়েছেন। নার্সারির ছাত্রী অনুষ্কা প্রতিদিন বিকেল হলেই তার ঠাম্মির সঙ্গে বসে Didi No 1 দেখে। আর সেখান থেকেই সে রচনার বলা ডায়লগ একেবারে হুবহু মুখস্ত করেছে। আর তার প্রতিভা নিমেষেই রচনা সহ সকলের মনজয় করে নেয়।
তবে, একরত্তি অনুষ্কা যে বেশ দুষ্টুও আছে তা সে নিজে মুখেই জানায়। স্কুলে গিয়ে কিভাবে ধূলো ছেটায় সেকথাও বলে। এমনকি বড় হয়ে সে শিক্ষিকা হতে চায় বলে জানায়। এছাড়াও সে নাচ, গান সবই শেখে।
এমনকি তার পছন্দের গান ‛নীল দিগন্তে’। আর এই কথা রচনা শোনা মাত্রই তাকে গান গেয়ে শোনাতে বলে। দিদির কথা মতো খুদে অনুষ্কাও গান গেয়েও শোনায়। আর এই ভিডিও ভাইরাল হওয়া মাত্রই সকলে প্রশংসার বন্যায় ভরায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।