বিশ্বকাপ হাতছাড়া হওয়ার পরও দলকে নিয়ে গর্বিত রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক : পুরো বিশ্বকাপ আসরজুড়ে অপ্রতিরোধ্য ভারত ফাইনালে এসেই প্রথম হার দেখলো, সেটাই হলো শেষ। বিরাট কোহলি-রোহিত শর্মাদের কাঁদিয়ে ওয়ানডেতে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাট করতে নেমে ২৪০ রানে অলআউট হয় পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাট করা ভারত। এই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ম্যাচটি জিতেছে ৬ উইকেট আর ৪২ বল হাতে রেখে।

ম্যাচশেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য কোনো অজুহাত দিতে রাজি হলেন না। স্পষ্ট জানিয়ে দিলেন, দলকে নিয়ে গর্বিত।

সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বলেন, আমরা জানি যে ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যেভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি।

আগে ব্যাট করলে কীভাবে এই ম্যাচ জেতা যেত? রোহিতের উত্তর, ২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতো। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। তাদের বলেছিলাম যতদূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তার পরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। তারা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।