স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লজ্জার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের খাতা খুলতে না পারায় তিনি বনে গেছেন আইপিএলে সর্বোচ্চ ‘শূন্য’ রানের ইনিংসের মালিক।
শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে রোহিত এদিন ওপেন করতে নামেননি। তার জায়গায় ওপেন করতে নামেন ক্যামেরন গ্রিন। তিনিও এদিন ব্যর্থ। তার আউটের পর ক্রিজে আসেন অধিনায়ক রোহিত শর্মা। তিন বল মোকাবিলা করেও কোনো রান তুলতে পারেননি রোহিত।
দীপক চাহারের স্লোয়ার বলে পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। এ নিয়ে আইপিএলের ইতিহাসে ১৬তম বার শূন্য রানে আউট হলেন রোহিত। এতদিন সর্বোচ্চ শূন্য রানের ইনিংসে তার সঙ্গী ছিলেন দীনেশ কার্তিক, সুনীল নারিন ও মানদীপ সিং। তিনজনই শূন্য রানে আউট হয়েছেন ১৫ বার।
এদিকে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৩৯ রানে। ঘরের মাঠে ১৪০ রান চেন্নাইয়ের জন্য পানির মতোই ছিল। প্রত্যাশিতভাবে হেসে-খেলেই জয় পায় চেন্নাই। এই জয়ের ফলে প্লে-অফের লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল ধোনির দল। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেন্নাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।