লাইফস্টাইল ডেস্ক : পবিত্র মাহে রমজান হচ্ছে ইবাদতের মাস। রমজান মাস এলেই ধর্মপ্রাণ মুসলমানরা নিজের কর্মব্যস্ততা কমিয়ে দিয়ে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন। পবিত্র মাহে রমজান মাসে অবশ্যই সারাদিন যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকবেন।
মুখ, হাত, পা, চোখ কোন কিছুতেই না। কারও ক্ষতিকর করার চেষ্টা করবেন না। সারাদিন যে আপনার দ্বারা কারো ক্ষতি না হয়। সারা দিন জিকির করবেন। তছবিহ তেলোয়াত করতে হবে। যাবতীয় খারাপ ভিডিও দেখা থেকে বিরত থাকবেন।
ভোর রাতে সেহরি খেতে অবশ্যই ৩০ মিনিট আগে উঠতে হবে। আগে ওঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে। নামাজ শেষ করে সেহরি শেষ করতে হবে। ফজরের সালাত আদায় করতে হবে।
সেহরী শেষে ঘুমে যদি কেউ না যেতে চায়। তাহলে অফিসসহ যাবতীয় কাজ কর্ম সারতে হবে। অফিসের ফাঁকে যোহরের সালাত জামায়াতের সাথে আদায় করতে হবে। অফিস শেষ করে বাসায় স্ত্রীকে ইফতার তৈরিতে সাহায্য করতে হবে। নবী করিম (সা) বাসায় স্ত্রীদের কাজে সহযোগীতা করতেন।
নবী করিম (সা.) ইরশাদ করেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে, তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) ইরশাদ করেছেন, জামাতের সঙ্গে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদার। (বুখারি শরিফ, হাদিস : ৬৪৫; মুসলিম শরিফ, হাদিস : ৬৪০)।
কোরআন তিলাওয়াত : রমজানের প্রাণ হলো পবিত্র আল কোরআন। এই মাসেই কোরআন মাজিদ নাজিল হয়েছে। রাসূল (সা.) নিজেও এই মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন। তাই প্রত্যেক মুসলমানের উচিত এ মাসে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা। অন্তত প্রতিদিন এক পৃষ্ঠা বা কিছু সময় হলেও কোরআন তিলাওয়াত করা উচিত।
তারাবি, নফল, সুন্নত নামাজ ও ইবাদত : রমজানের বিশেষ ইবাদত রাতের তারাবি নামাজ। এশার নামাজের পর এই নামাজ আদায় করা হয়। তারাবির সঙ্গে অন্যান্য নফল, সুন্নত নামাজ ও ইবাদতগুলোও নিয়মিত আদায় করা উচিত।
নবী করিম (সা.) ইরশাদ করেছেন, কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাজগুলোর মধ্যে নামাজের হিসাব নেওয়া হবে। যদি সঠিকভাবে নামাজ আদায় করা হয়ে থাকে, তবে সে নাজাত পাবে এবং সফলকাম হবে। জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) ইরশাদ করেছেন, জামাতের সঙ্গে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদার। (বুখারি শরিফ, হাদিস : ৬৪৫; মুসলিম শরিফ, হাদিস : ৬৪০)
তারাবি, নফল, সুন্নত নামাজ ও ইবাদত : রমজানের বিশেষ ইবাদত রাতের তারাবি নামাজ। এশার নামাজের পর এই নামাজ আদায় করা হয়। তারাবির সঙ্গে অন্যান্য নফল, সুন্নত নামাজ ও ইবাদতগুলোও নিয়মিত আদায় করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।