এবার বেনজেমা ভাগ বসালেন রোনালদোর রেকর্ডে

বেনজেমা ভাগ বসালেন রোনালদোর রেকর্ডে

চলতি মৌসুমে উড়ন্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। স্প্যানিশ ক্লাবটির হয়ে করে চলেছেন একের পর এক গোল। প্রায় প্রতি ম্যাচেই গোল করে জেতাচ্ছেন রিয়ালকে। লা লিগার পর চ্যাম্পিয়নস লিগেও এবারের মৌসুমের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে এই ফরাসি ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে দশ গোল করে ছুঁয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড।
এবারের আসরে এখন পর্যন্ত ১৫টি গোল করেছেন বেনজেমা। এর মধ্যে দশটিই করেছেন নক আউট পর্বে। দশ গোল করে ভাগ বসিয়েছেন রোনালদোর রেকর্ডে।

বেনজেমা ভাগ বসালেন রোনালদোর রেকর্ডে২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নক আউট পর্বে দশ গোল করেছিলেন পর্তুগিজ এই তারকা। বেনজেমার সামনে সুযোগ আছে রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার। ফাইনালে লিভারপুলের বিপক্ষে গোল করলেই ছাড়িয়ে যাবেন রোনালদোকে।

চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে ১৩ গোল করা রবার্ট লেভানদোস্কি দুইয়ে এবং তৃতীয় অবস্থানে থাকা আয়াক্সের সেবাস্টিয়ান হলার করেছেন ১১ গোল। দু’জনের ক্লাবই ইতিমধ্যে বিদায় নিয়েছে। আট গোল করে এখনো টিকে আছে লিভারপুলের মোহাম্মদ সালাহ। তাই বলাই যাচ্ছে, এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন বেনজেমা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৪৩ গোল করেছেন বেনজেমা। লা লিগায় করেছেন ২৬ গোল এবং চ্যাম্পিয়নস লিগে ১৫টি।

ভাত খেতে বসে পানি খেলে যা ঘটবে শরীরে