স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন সৌদি আরবে। ইংল্যান্ড-স্পেন কাঁপিয়ে এখন তার ঠাঁই হয়েছে সৌদি ক্লাবে। পরিবারে নিয়ে সেখানে বেশ সুখেই আছেন। সৌদিও তাকে রেখেছে রাজপুত্রের মতো। তাই তো সৌদির প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখা মিললো এক নতুন রোনালদোর।
ঐতিহ্যবাহী জুব্বা পরে হাতে তরবারি নিয়ে গায়ে সবুজ পতাকা জড়িয়ে ধরা দিয়েছেন সিআর সেভেন। মূলত সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবে অংশ নিয়ে এই সাজে ধরা দেন রোনালদো।
Cristiano Ronaldo wearing the Saudi traditionals to celebrate the Saudi founding day. 😂❤️ pic.twitter.com/Sa24dQ0P73
— The CR7 Timeline. (@TimelineCR7) February 22, 2023
হিজরী প্রতি বছরের ২ শাবান প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সৌদি আরব। এ বছর এই দিনটি পড়েছে ২২ ফেব্রুয়ারি। ১৭২৭ সালের এই দিনে সৌদি আরবকে কিংডম অব সৌদি আরবে রূপান্তর করেন বাদশাহ মোদাম্মদ বিন সউদ। সেই থেকেই সৌদির নাম সৌদি আরব।
Cristiano Ronaldo wearing the Saudi traditionals to celebrate the Saudi founding day. 😂❤️ pic.twitter.com/Sa24dQ0P73
— The CR7 Timeline. (@TimelineCR7) February 22, 2023
😂❤️ pic.twitter.com/497nhfvqCI
— The CR7 Timeline. (@TimelineCR7) February 22, 2023
বাৎসরিক এই উৎসবে শামিল হতেই সৌদির ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হন রোনালদো। ওই সাজে সেজে তিনি যোগ দেন তার ক্লাব আল নসরের উৎসব আয়োজনে। সাথে ছিলেন দলের অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তারাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।