বড় জয়ে কোয়ার্টার ফাইনালে রোনালদোর ক্লাব

রোনালদো

স্পোর্টস ডেস্ক : বড় জয়ে কিং সালমান ক্লাব কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে রোনালদো-তালিসকাদের আল-নাসর। সোমবার রাতে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে তিউনিসিয়ার ক্লাব ইউনিয়ন মোনাসতিরিয়েনিকে। ‘সি’ গ্রুপের প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছিল আল-শাবাবের সঙ্গে।

রোনালদো

দুই ম্যাচের ১টিতে জিতে ও ১টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ থেকে শেষ আট নিশ্চিত করেছে আল-নাসর। শেষ ম্যাচে মিশরের ক্লাব জামালেকের মুখোমুখি হবে রোনালদো-তালিসকারা।

এদিন অবশ্য মোনাসতিরের বিপক্ষে গোল পেতে ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় আল-নাসরকে। এ সময় তালিসকা গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য বিরতির পর ৬৬ মিনিটে আল-নাসরের আলী লাজামি আত্মঘাতি গোল করে সমতা ফেরান ম্যাচে।

৭৪ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে আবার এগিয়ে যায় আল-নাসর। ৮৮ মিনিটে আব্দুলেলাহ আল-আমরির গোলে ব্যবধান হয় ৩-১। আর ৯০ মিনিটে আব্দুল আজিজ সৌদ আল এলইউয়ির গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হলেন বাবা-মেয়ে

কোয়ার্টার ফাইনালে রোববার ‘ডি’ গ্রুপের দলের মুখোমুখি হবে রোনালদো-তালিসকারা। জয় পেলে সেমিফাইনালে ‘এ’ ও ‘বি’ গ্রুপের ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে তারা।