ইনস্টাগ্রামে প্রতি পোস্টে সর্বোচ্চ আয় রোনালদোর, তারপর মেসি

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসে কিছু বিষয় আছে, যা নিয়ে তর্কবিতর্কের শেষ নেই। তারই একটি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার কে কার চেয়ে বেশি এগিয়ে, তা নিয়ে তর্কের শেষ নেই। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও প্রতিদ্বন্দ্বিতা আছে এই দুই ফুটবলারের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কার অনুসারী কত বেশি, বিভিন্ন খাত থেকে কে কত আয় করেন, এসব নিয়েও নিয়েও প্রতিদ্বন্দ্বিতা চলে মেসি-রোনালদোর মাঝে। এমনই এক প্রতিযোগিতায় সব ক্রীড়াবিদকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছেন রোনালদো। টানা তৃতীয় বছরের মতো ইনস্টাগ্রামের শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

তালিকাটি তৈরি করে ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হুপার এইচকিউ। এটা মূলত করা হয় অভ্যন্তরীণ ও উন্মুক্ত প্রাপ্ত তথ্যের ওপর। বিবেচনায় নেওয়া হয় ইনস্টাগ্রাম ও ইউটিউবে প্রতিটি পোস্টের জন্য ব্যবহারকারী কত অর্থ চাইতে পারেন, সেটার ওপর।

হুপার এইচকিউর তথ্য অনুযায়ী রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টের জন্য ৩.২৩ মিলিয়ন ডলার পান। ইনস্টাগ্রামে তার অনুসারী প্রায় ৬০ কোটি। এখানেও রোনালদোর নিকটতম প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। কাতার বিশ্বকাপজয়ী এই ফুটবলার প্রতিটি পোস্টের জন্য পান ২.৬ মিলিয়ন ডলার।

ইনস্টাগ্রামে আয়ের নিরিখে খেলার বাইরে অন্য তারকাদেরও পেছনে ফেলেছেন রোনালদো–মেসি। সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ, অভিনেতা ডোয়াইন ‘দ্য রক’ জনসনকেও পেছনে ফেলেছেন দুজনে। ২০ জনের তালিকায় আর মাত্র দুজন ক্রীড়াবিদ জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও ব্রাজিলিয়ান নেইমার।