স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি বেতনে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিলন ক্রিস্টিয়ানো রোনালদো। এশিয়ার ক্লাবটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ তারকা।
আল নাসেরে যোগ দিয়ে রোনালদো বলেন, ‘একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি রোমাঞ্চিত বোধ করছি। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল নাসেরের যে লক্ষ্য, সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।’
মরুর দেশের ক্লাবটিতে বছরে ২০০ মিলিয়ন ইউরো পাচ্ছেন ৩৭ বছর বয়সী এ তারকা। বাংলাদেশি মুদ্রায় যা ২২১৩ কোটি টাকার সমান।
মরুর বুকে থাকার জন্য পাচ্ছেন আলাদা বিলাসবহুল বাড়ি। এছাড়াও পর্তুগিজ তারকাকে পেতে আরও কিছু সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিল সৌদির ক্লাব।
সৌদির ক্লাবে যোগ দিয়ে এখন ৩৭ বছর বয়সেও বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হলেন রোনালদো। বছরের হিসাব মাসে নিয়ে এলে দেখা যায়, প্রতি মাসে রোনালদো পাবেন প্রায় ১৮৪.৫ কোটি টাকা। অর্থাৎ সৌদিতে প্রতিদিনে রোনালদোর উপার্জন গিয়ে দাঁড়াচ্ছে ৬ কোটিতে।
তবে এতো টাকা খরচে রোনালদোকে ভিড়িয়েও টুইটে লেখা হয়, নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। স্বাগত ক্রিশ্চিয়ানো রোনালদো। এর ফলে আমাদের ক্লাব আরও নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ হবে। আমাদের আগামী প্রজন্মের ছেলেমেয়েরা নিজেকে সেরা করে তুলতে অনুপ্রাণিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।