ইতিহাস গড়ে ফেললেন রোনালদো, ধারে কাছে নেই মেসি!

রোনালদো

স্পোর্টস ডেস্ক: ইনস্টাগ্রামে ইতিহাস গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্য়াল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তার ফলোয়ারের সংখ্যা এখন ৬০০ মিলিয়ন অর্থাৎ প্রায় ৬০ কোটি ভক্ত বর্তমানে রোনালদোকে ইনস্টাগ্রামে ফলো করছেন।

রোনালদো

আল-নাসরের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বের প্রথম ব্যক্তি যাঁর ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা ৬০০ মিলিয়ন বা ৬০ কোটিতে পৌঁছে গিয়েছে। রোনালদো ২০২২ সালের নভেম্বরে ৫০০ মিলিয়ন ফলোয়ারে পৌঁছেছিলেন এবং তিনি গত বছরের ফেব্রুয়ারিতে ৪০০ মিলিয়ন চল্লিশ কোটি পৌঁছেছিলেন।

২০২১ সালের জুন মাসে সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মে তার ফলোয়াড় সংখ্য়া প্রায় ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ছুঁয়ে ছিল। অন্যদিকে ইনস্টাগ্রামে লিওনেল মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন। গত মাসেই ফোর্বসের বিচারে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলিট নির্বাচিত হয়েছিলেন রোনালদো।

ইনস্টাগ্রাম শিডিউলিং টুল হপার এইচ কিউ জানিয়েছে রোনালদো ইনস্টাগ্রাম থেকে সবচেয়ে বেশি আয় করা তারকা নির্বাচিত হয়েছেন। এই সংস্থাই এ বছর ইনস্টাগ্রাম থেকে আয়ের তালিকা তৈরি করেছে। এই সংস্থার বিচারে ইনস্টাগ্রামে রোনালদোর ফলোয়ার সংখ্যা প্রায় ৬০ কোটি।

এই কারণেই ইনস্টাগ্রাম থেকে রোনালদোর আয় অনেকটাই বেশি। রোনালদো ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ৩.২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকেন। সাম্প্রতি সাফল্যে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসির চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও, আয়ের হিসাবে তাঁকে পিছনে ফেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো।

ভারতীয় দল ৪ নম্বর পজিশন নিয়ে ভুগছে: রোহিত

এদিকে ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারে রোনালদোর নিচে লিওনেল মেসি। ইনস্টাগ্রামে মেসির ফলোয়ার সংখ্যা ৪৮২ মিলিয়ন বা ৪৮.২ কোটি। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্ট থেকে ২.৬ মিলিয়ন মার্কিন ডলার পেয়ে থাকেন মেসি। সারা বিশ্বের তারকাদের মধ্যে ইনস্টাগ্রাম থেকে আয়ের বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো।