স্পোর্টস ডেস্ক: তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স সংখ্যা ৫৯৭ মিলিয়ন। এই মহাবিশ্বে আর কোনও মানুষের এত ইনস্টা ফলোয়ার্স নেই। সম্প্রতি আল নাসেরের পর্তুগিজ মহানক্ষত্র, মার্কিনি মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারকে কাত করে মাত করে দিলেন।
ইনস্টাগ্রামে স্পনসর্ড পোস্ট পিছু রোনালদোর উপার্জন কাইলিকে ছাপিয়ে গেল। এখন ইনস্টা থেকে রোনালদোর চেয়ে বেশি কেউ অর্থ রোজগার করেন না। স্পোর্টসে সিআর সেভেন আজ নিজেই প্রতিষ্ঠান। অন্যদিকে লাইফস্টাইল ও বিউটির প্রসঙ্গ উঠলে ‘কাইলি কসমেটিকস’-এর নাম থাকে সকলের মুখে।
জেনারের ঝুলিতে আছে ৩৯৭ মিলিয়ন ফলোয়ার্স। রোনাল্ডোর পরেই তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো একটি স্পনসর্ড পোস্টের জন্য় ১.৮৭ মিলিয়ন পাউন্ড নিয়ে থাকেন। যিনি নিয়মিত স্পোর্টস ওয়েবসাইট, ক্রিপ্টোকারেন্সি ও ওয়েলনেস ব্র্যান্ডের প্রচার করে থাকেন।
জেনার প্রতিটি স্পনসর্ড পোস্টের জন্য ১.৩৮ মিলিয়ন পাউন্ড নিয়ে থাকেন। জেনার মূলত নিজের ব্র্যান্ডই এনডোর্স করে থাকেন ইনস্টাগ্রামে। তালিকায় তিনে আছেন লিয়োনেল মেসি। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তির ফলোয়ার্স সংখ্যা ৪৭৯ মিলিয়ন। তিনি পোস্ট পিছু নিয়ে থাকেন ১.৩৮ মিলিয়ন পাউন্ড।
সম্প্রতি পর্তুগালে গিয়ে, আল নাসেরের হয়ে সেল্টা ভিগোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছেন রোনালদো। প্রাক মরসুম প্রস্তুতি পর্বে আল নাসের ০-৫ গোলে হেরেছে পর্তুগিজ দলের কাছে। প্রথমার্ধে রোনালদো খেলেছেন, দ্বিতীয়ার্ধে বেঞ্চে বসে তিনি দলের পাঁচ গোল খাওয়া হজম করেছেন।
আর এই ম্যাচেই রোনালদো এক বিরাট ভুল করে ফেলেছেন। রোনাল্ডো যে শিন প্যাডটি পরে খেলেছিলেন সেটি ছিল অ্যাডিডাসের! যা নাইকের প্রতিদ্বন্দ্বী কোম্পানি। ২০০৩ থেকে রোনালদোর সঙ্গে নাইকের চুক্তি। প্রকাশ্যে রোনালদোকে নাইকের পণ্যই ব্যবহার করতে হবে।
রোনালদো আজ বিশ্বের সবেচেয়ে ধনীতম অ্যাথলিট হয়েছেন নাইকের জন্যই। কারণ এই মুহূর্তে সিআর সেভেন ১০ বছরের জন্য নাইকের সঙ্গে ১৪৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রয়েছেন! এহেন আচরণের জন্য প্রশ্ন উঠে গেল রোনালদোর সেই চুক্তি নিয়েও। কারণ রোনালদো কার্যত চুক্তিভঙ্গ করে ফেললেন।
ইউরোপের সবচেয়ে বড় ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াপোশাক প্রস্তুতকারক সংস্থারই প্রচার করে ফেললেন পর্তুগিজ জাদুকর। কারণ রোনালদোর অ্যাডিডাসের সিন প্যাড পরে ফুটবল খেলার ছবি ভাইরাল হয়ে গেল! এখন দেখার নাইক কি পদক্ষেপ নেয়! রোনালদো সাধারণ নিজের ছবি দেওয়া কাস্টোমাইজড শিন প্যাড পরে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।