স্পোর্টস ডেস্ক : এবারের লাই ডিটেক্টরের কবলে পড়েছেন বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। বিজ্ঞাপনী উদ্যোগের অংশ হিসেবে নিজের ক্যারিয়ার আর ইচ্ছে নিয়ে কথা বলেছেন সিআর সেভেন। রোনালদোর লাই ডিটেক্টর টেস্টের গল্প থাকছে প্রতিবেদনে।
কঠিন প্রশ্নবাণে জর্জরিত ওয়ার্ল্ড ফুটবলের পোস্টার বয়। শরীরে লাই ডিটেক্টোর, উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না-তে। মিথ্যে বললেই লাল বাতি। তাই জানাতে হবে নিজের সব সত্যিকারের অনুভূতি।
এমনই এক বিজ্ঞাপনি প্রচারণার ঘোষণা রবিবার ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাথে জুড়ে দিয়েছেন একটা প্রোমো, যে পোস্টে সিআর সেভেন বলছেন, লাই ডিটেক্টর ডিল করা তার জন্য ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
প্রকাশিত প্রোমতে অবশ্য রোনালদোকে একটা প্রশ্নই করতে শোনা গেছে, এপর্যন্ত অর্জিত সব চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির বিনিময়ে একটা ফিফা বিশ্বকাপ শিরোপা পেতে তিনি রাজি আছেন কিনা? পর্তুগিজ তারকা কী বললেন সেই উত্তর জানতে অবশ্য অপেক্ষা করতে হবে মূল আয়োজন প্রকাশিত হওয়া পর্যন্ত।
এক বিশ্বকাপ ট্রফির সাথে সেক্ষেত্রে সিআর সেভেনকে বিনিময় করতে হবে তার পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ। ইন্টারন্যাশনাল ট্রফির ঝুলি অবশ্য একেবারে খালি নয়। ২০১৬ সালে পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সালে এসে জিতেছেন নেশন্স লিগ ট্রফিও। কেবল ওই বিশ্বকাপের সোনালি ট্রফিটাই থেকে গেছে অধরা।
লাই ডিটেক্টর টেস্টে রোনালদো কী বলেছেন সেটা জানা না গেলেও ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে, তার কাছে জানতে চাওয়া হয়েছে বিশ্বকাপ নিয়ে তার ভাবনা নিয়ে, উঠে এসেছে লিওনেল মেসির সাথে তার দ্বৈরথ ইস্যুও। তার সেকারণেই এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার আগেই তৈরি করেছে আলোড়ন।
রোনালদো তার ক্যারিয়ারের সাফল্যের বড় অংশই পেয়েছে ম্যান ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের হয়ে। সেই সাথে স্পোর্টিং, ইউভেন্তাস আর আল নাসরের হয়ে গড়েছেন বর্ণিল ক্যারিয়ার। চ্যাম্পিয়ন্স লিগে ১৪০ ম্যাচ খেলে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। পর্তুগালের হয়ে ২০০ ম্যাচ খেলে করেছেন রেকর্ড ১২৩ গোল।
এতো এতো অর্জনের পরেও ক্রিশ্চিয়ানোর রোনালদো কি নিজেকে নিয়ে খুশি? ইউরোপ ছেড়ে সৌদি আরবে গিয়ে ভালো আছেন তো কোটি মানুষের ভালোবাসার মানুষটা? সেসবের উত্তর জানা যাবে এবারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।