সৌদি ক্লাবে রোনালদোর সঙ্গী হচ্ছেন রামোস?

রোনালদো-রামোস

স্পোর্টস ডেস্ক : ইউরোপের ক্লাবগুলো থেকে সাড়া না পেয়ে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের ‘আল নাসের’ ক্লাবে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা মোটামুটি পাকা হয়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এবার নতুন গুঞ্জন শুরু হলো রোনালদোর দীর্ঘদিনের রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোসকে নিয়ে। পিএসজির এই স্প্যানিশ তারকাও নাকি আল নাসেরে যেতে পারেন!
রোনালদো-রামোস
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব।

এরপর থেকে ফুটবল নিয়ে সৌদি সরকারের আগ্রহ আরও বেড়েছে। এই সুযোগে আল নাসের ক্লাবটি নিজেদের বিশ্ব ফুটবলে আলোচনায় আনতে চায়। তাদের কাছে টাকা কোনো সমস্যা নয়। তাই আল নাসের ক্লাব নাকি রামোসকে আনার চেষ্টা করছে। পিএজির সঙ্গে রামোসের চুক্তি আছে ২০২৩ সালের জুন পর্যন্ত। এরপরই স্প্যানিশ ডিফেন্ডারকে দলে ভেড়াতে চায় আল নাসের।

বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, রামোসকে নাকি ইতোমধ্যে প্রস্তাবও দিয়ে রেখেছে সৌদি আরবের ক্লাবটি। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ রামোসকে ছেড়ে দেওয়ার পর তিনি পিএসজি পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্যারিসের ক্লাবটির হয়ে তেমন কিছু করতে পারেননি। প্রথম বছর তো ইনজুরিতেই কেটে গেল। এই মৌসুমেও পারফর্ম করতে না পারলে ৩৬ বছরের তারকাকে পিএসজি রাখবে কিনা তাতেও সন্দেহ আছে। এই সুযোগটাই নিতে চাইছে আল নাসের।

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই