স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ৮ বছর পর দলে সুযোগ পেয়ে রনি তালুকদারের বাজিমাত। খেলেছেন ১৪ বলে ২১ রান ইনিংস। টি-টোয়েন্টিতে এটা বড় রকমের কিছু না হলেও ইংল্যান্ডকে হারানোর সুতোর প্রথম বাঁধনটা রনিই দিয়েছিলেন। আর অনেকদিন পর দলে ফিরে এমন নির্ভার খেলতে পারার রহস্যটাও জানিয়েছেন রনি।
এই ক্রিকেটার বলেন, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান তাকে নির্ভার থেকে খেলতে বলেছিলেন। আর সেই কথা শুনেই রনি স্বাভাবিকভাবে ঠাণ্ডা মাথায় চাপমুক্ত থেকে খেলেছেন। ফের জাতীয় দলে ফেরা নিয়ে রনি বলছেন, এটা তো একটা স্বপ্ন। প্রতিটা খেলোয়াড়েরই স্বপ্ন। ২০১৫ সালে অভিষেকের পর ক্যারি করতে পারিনি। এরপর ফর্মটা ভালো ছিল না।
রনি বলেন, শেষ বিপিএলটা ভালো হওয়ার পর দল আমাকে সুযোগ দিল। সবাই আমাকে সমর্থন দিচ্ছে। সাকিব ভাই, কোচিং স্টাফ সবাই। এর প্রতিদান দেওয়ার চেষ্টা করছি। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে টপ অর্ডারে বেশ ভালো করেছিলেন রনি। হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ৪২৫ রান।
২০১৫ সালের পর আবার আরেকটি আন্তর্জাতিক ম্যাচে খেলা রনি আরও জানিয়েছেন ‘এ দল আমাকে অনেক সমর্থন করছে। অনুশীলনেই সমর্থন করেছে। এটা সহায়তা করেছে আমাকে। নির্ভার থাকার চেষ্টা করেছি। সাকিব ভাই সেটিই বলেছেন, “নির্ভার থাকলে ভালো কিছুই হবে”।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।