জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় পচা গুড় জ্বাল ও রাসায়নিক পদার্থ মিশিয়ে নতুন গুড় বানানোর কারখানার সন্ধান পাওয়া গেছে। এসব গুড় স্থানীয় বাজারে রাজশাহীর গুড় হিসেবে বিক্রি করা হতো। জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের অভিযানে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
এ সময় কারখানা সংশ্লিষ্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নষ্ট করে ফেলা হয় ১২০ কেজি ভেজাল গুড়, ১০০ কেজি ভেজাল তিললাই (কদমা)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, মিষ্টির গাদ দিয়ে গুড় তৈরি করা হচ্ছিল- এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার পৌর এলাকার উত্তর পৈরতলার ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মিষ্টির গাদ সরিয়ে ফেলা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ গুড় থেকে নতুন করে গুড় বানাতে দেখা যায়। এ ছাড়া কারখানাটিতে অননুমোদিত রং, হাইড্রোজ ও স্যাকারিন জব্দ করা হয়।
কারখানার মালিক সাদেক মিয়াকে পাওয়া না যাওয়ায় তার স্ত্রী বাহিজা বেগমকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ লঙ্ঘনের অপরাধে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।