স্পোর্টস ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়সূচক রান আসতেই হতাশায় দুই হাঁটুতে হাত রেখে ঝুঁকে পড়লেন সিলেটের পেসার রুবেল হোসেন। এমনই হওয়ার কথা। কুমিল্লার উৎসবের রাতে সিলেট স্ট্রাইকার্স শিবিরে শ্মশানের নীরবতা নামিয়ে আনা প্রধানতম খলচরিত্র এই ফাস্ট বোলার ভুল করেছেন মোট দুটি। জনসন চার্লেস ক্যাচ ফেলেছেন, পরে ওই চার্লসের কাছে বেদম মার খেয়ে সিলেটকে হারিয়েছেন। ১৭তম ওভারে ২৩ রান দিয়ে কুমিল্লার জন্য ম্যাচটিকে সহজ করে দিয়েছেন।
সিলেট দলপতি মাশরাফি মুর্তজা অবশ্য পাশেই আছেন রুবেলের। ওই ওভারটি সম্পর্কে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, ‘ওই সময়ে ওভারপ্রতি ১৩ রান করে ওভারে লাগত। ফাইনালের মতো ম্যাচে ৪ ওভারে ৫২ রান কিন্তু কঠিন। ওই সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করাটা গুরুত্বপূর্ণ।
একটা ছয়-চার ওই সময়ে হতে পারে। কিংবা দুইটাও হতে পারে। কামব্যাকটা খুব গুরুত্বপূর্ণ। পরিকল্পনা বাস্তবায়ন করত না পারলে এই ধরণের বিষয় হতে পারে। আমি মনে করি রুবেলই আমাদেরকে ম্যাচে ফিরিয়েছে। একটা ওভার এদিক-ওদিক হয়েছে গুরুত্বপূর্ণ সময়ে। ওখানে যেই বোলিং করবে এরকম একটা ওভার হলে ম্যাচটা বেরিয়ে যাবে।’
নিরাহুয়ার জন্যই কি আজও সিঙ্গেল আম্রপালি? মুখ খুললেন অভিনেত্রী
সিলেট অধিনায়ক আরো বলেন, ‘আমাদের দিনের সবচেয়ে সেরা বোলার ছিল রুবেলই। ওই সময়ে এমন একটা ছিল, হয় রুবেল না হয় থিসারা পেরেরা, না হয় সাকিব বোলিং করবে। শুধু রুবেল না, যে কেউ ওই সময়ে ওরকম বোলিং করলে তখন আলটিমেটলি ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। যে কারো ক্ষেত্রেই হতে পারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।