মুফতি আবদুল্লাহ তামিম : দেনমোহর ইসলামি শরিয়তের গুরুত্বপূর্ণ একটি বিধান। স্ত্রীর প্রতি সম্মান প্রদর্শনের একটি নিদর্শন। আর দেনমোহর হচ্ছে মুসলিম আইনে বিবাহের অন্যতম একটি শর্ত। যা পুরুষ তার স্ত্রীকে নগদে অথবা সমপরিমান সম্পত্তির বিনিমরয় আদায় করতে পারে।
এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল বলেন, আর তোমরা তোমাদের স্ত্রীদের তাদের মোহরানা দিয়ে দাও খুশী মনে (সুরা নিসা ২৫)
বিয়ের পর স্বামীর পক্ষ থেকে স্ত্রীর দেনমোহর আদায়কে আবশ্যক করা হয়েছে। পুরুষের জন্য নারীর এই প্রাপ্য অধিকার আদায়ে গড়িমসির কোনও সুযোগ নেই।
বিবাহের পর বিবাহের মোহরনাকে হালকা করে দেখা বা আদায়ের ইচ্ছা না থাকলে আল্লাহর সামনে জবাবদিহীতা করতে হবে। কানজুলউম্মাল এবং বায়হাকিতে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি কোনও নারীকে বিয়ে করলো এবং তার মোহর বাকি রাখলো এরপর সে ইচ্ছা করলো মোহর আংশিক বা একেবারেই আদায় করবে না তাহলে সে ব্যভিচারী হয়ে যাবে এবং আল্লাহর সঙ্গে ব্যভিচারী হিসেবে সাক্ষাৎ করবে। (কানজুল উম্মাল, ৮ম খণ্ড ২৪৮ পৃষ্ঠা)
স্বামীর জন্য ফরজ স্ত্রীর জন্য নির্ধারিত মোহরানা পরিশোধ করা। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের স্ত্রীদের ফরজ মোহরানা পরিশোধ কর’ (নিসা ৪)। রসুলুল্লাহ বলেন, বিবাহের সবচেয়ে বড় শর্ত হল মোহর’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত ৩১৪৩)।
নগদে পরিশোধ করা সুন্নাত। তবে বাধ্যগত অবস্থায় মোহর কিছু বাকী রেখে বিবাহ করা জায়েয (বুখারি, মুসলিম, মিশকাত ৩২০২)। তবে কিছু মোহর পরিশোধ করে বাকীটা মৃত্যু পর্যন্ত দেরী করার যে রীতি সমাজে আছে সেটার কোনো ভিত্তি নেই। এ রেওয়াজ অবশ্যই পরিত্যাজ্য। আর স্ত্রীকে মোহর পরিশোধ করার পূর্বেই যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীকে স্ত্রীর ওয়ারিসদের নিকট মোহরানার সম্পদ পরিশোধ করতে হবে (ইবনু কুদামাহ, মুগনী ১০/১১৫; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/৫৪)।
মোহরও এক প্রকার ঋণ। কেউ যদি তা আদায়ের ইচ্ছা না রাখে তাহলে হাদিসের দ্বিতীয় অংশের বর্ণনা অনুযায়ী সে ব্যক্তিও প্রতারক-চোর হিসেবে বিবেচিত হবে।
তাই প্রত্যেক মুসলিম পুরুষের উচিত এমন মারাত্মক বিষয় থেকে বেঁচে থাকা আর এজন্য মোহর আদায়ের পুরো ইচ্ছা থাকতে হবে।
আলেমরা বলেন, মানুষের সাধ্যের মধ্যে কোনও বিষয় থাকলেই মানুষ তা আদায়ের পুরোপুরি ইচ্ছা করে এবং তা আদায় করতে পারে। তাই সবার উচিত বিয়ের সময় মানুষকে দেখানোর জন্য বড় অংকের মোহর নির্ধারণ না করে নিজের সাধ্যমতো মোহর নির্ধারণ করা। এতে মোহর আদায় করা সহজ হবে এবং বড়ধরনের পাপ থেকে বেঁচে থাকা যাবে। (ইসলাহে ইনকিলাব, খন্ড,২, পৃষ্ঠা, ১২, বর-কনে, ১৫১)
সাধ্যের অতিরিক্ত মোহর নির্ধারণ করে আদায় না করা গুনাহের কাজ। আর সাধ্যের মধ্যে অল্প মোহরানা নির্ধারণ করে তা আদায় করে দেয়াই ইসলামের বিধান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।