বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং’। সালমান খান অভিনীত এ সিনেমার সর্বশেষ পার্ট ‘দাবাং থ্রি’ ২০১৯ সালে মুক্তি পায়। মুক্তির পর আশানুরূপ বক্স অফিস মাতাতে না পারলেও হতাশ করেননি দর্শকদের। ১৩০ কোটি রুপি ব্যবসা করে আরবাজ খান প্রযোজিত এ সিনেমা।
এদিকে কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, নির্মিত হতে যাচ্ছে ‘দাবাং ফোর’। আর এবারের পার্ট পরিচালনা করবেন দক্ষিণী সিনেমার তরুণ নির্মাতা অ্যাটলি কুমার। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে আরবাজ-সালমান খানের সঙ্গে মিটিং করেছেন অ্যাটলি। কিন্তু সত্যি কি ‘দাবাং ফোর’ নির্মাণ করবেন অ্যাটলি?
এ নিয়ে ভারতীয় গণমাধ্যম মিড-ডে ডটকমকে সাক্ষাৎকার দিয়েছেন আরবাজ খান। অ্যাটলি কুমারের সঙ্গে বৈঠক করার বিষয়ে এ অভিনেতা বলেন, ‘আমি ও সালমান খান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে দেখা করেছি— এ খবর পুরোটাই ভুয়া। আমি আমার জীবনে কখনো অ্যাটলির সঙ্গে দেখা করিনি। তাকে কখনো দেখিওনি, মিটিং করা তো দূরের কথা। যতক্ষণ আমাদের মুখ থেকে না শুনবেন ততক্ষণ এসব গুজবে কান দেবেন না।’
অ্যাটলির সঙ্গে মিটিং না করলেও ‘দাবাং ফোর’ নির্মাণ করবেন আরবাজ-সালমান। তা নিশ্চিত করে আরবাজ খান বলেন, ‘‘এখন আমরা (সালমান-আরবাজ) দুজনেই পরবর্তী প্রজেক্টের মাঝামাঝি পর্যায়ে আছি। সে সাজিদ নাদিয়াদওয়ালার সিনেমা নিয়ে ব্যস্ত। এটা নিশ্চিত যে, সালমান ‘দাবাং ফোর’ করতে চায়, যেমনটা আমিও চাই। সময় হলেই আমরা এটি করব।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।