আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ রাশিয়ার ওরেনবুর্গ শহর ও আশপাশের এলাকায় বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সতর্ক করে বলেছেন, প্রচুর পরিমাণে পানি এসে ঢুকছে। খবর বিবিসির।
বুধবার ওরেনবুর্গের কাছে ইউরাল নদীতে পানির স্তর ১০ মিটার বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ৮০ বছরের মধ্যে দক্ষিণ রাশিয়ার সবচেয়ে ভয়াবহ এই বন্যায় কয়েক হাজার মানুষকে তাদের বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে হয়েছে।
দ্রুত তুষার ও বরফ গলে যাওয়ার কারণে গত সপ্তাহে ইউরোপের তৃতীয় বৃহত্তম নদী ইউরালসহ বেশ কয়েকটি নদীতে পানি উপচে পড়ে। ইউরাল নদীটি অরস্ক শহরের মধ্য দিয়ে কাজাখস্তানে এবং তারপরে ক্যাস্পিয়ান সাগরে প্রবাহিত হয়েছে। বন্যার পানি উত্তর কাজাখস্তানের বেশ কিছু এলাকাকেও হুমকির মুখে ফেলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।