আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর অভিযান নিয়ে বিরল প্রকাশ্য সমালোচনা প্রত্যক্ষ করেছে দেশটির নাগরিকেরা। রুশ বাহিনীর এক সাবেক এক সিনিয়র কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর পরিস্থিতি আরও খারাপ হবে।
টেলিভিশন চ্যানেল রসিয়া ওয়ান এর ৬০ মিনিটস শোতে অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদারেনক বলেন, ‘আসুন ‘ইনফরমেশন ট্রানকুইলাইজার’ পান না করি, কারণ কখনো কখনো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নৈতিক কিংবা মনস্তাত্ত্বিক ভাঙ্গনের বিষয়ে তথ্য ছড়িয়ে দেওয়া হয়, যেন তারা মনোবলের সংকটে পড়েছে বা ভেঙে পড়ার কাছাকাছি।’ সোমবারের শোতে তিনি বলেন, ‘এর কোনওটি বাস্তবতার কাছাকাছিও নয়।’
শোয়ের উপস্থাপক বাধা দিতে চাইলেও অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদারেনক বলেন, ইউক্রেন দশ লাখ মানুষের হাতে অস্ত্র তুলে দিতে পারে। তিনি বলেন, ‘ইউরোপীয় সাহায্য সম্পূর্ণ কার্যকর হবে এবং ১০ লাখ সশস্ত্র ইউক্রেনীয় সেনা যুদ্ধে যোগ দিতে পারে তা বিবেচনা করে, আমাদের অদূর ভবিষ্যতের এই বাস্তবতা প্রত্যক্ষ করতে হবে এবং আমাদের অপারেশনাল এবং কৌশলগত হিসেবের ক্ষেত্রে এটি বিবেচনা করতে হবে। আমাদের জন্য পরিস্থিতি আরও স্পষ্টত খারাপ হবে।’
রাশিয়ার সংবাদমাধ্যমে নিয়মিত বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে থাকেন অবসরপ্রাপ্ত কর্নেল মিখাইল খোদারেনক। এই শোতে তিনি রাশিয়ার সীমান্ত বিচ্ছিন্ন হয়ে পড়া নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘সামগ্রিক কৌশলগত অবস্থান থেকে সামগ্রিকভাবে এই পরিস্থিতির দিকে নজর দেওয়া যাক। ফিনল্যান্ডের দিকে ক্ষেপণাস্ত্র ঘোরাবেন না—এটি কেবলই হাস্যকর দেখাচ্ছে। আমাদের সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সম্পূর্ণ ভূ-রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছি। আর পুরো বিশ্ব আমাদের বিরুদ্ধে— যদি আমরা তা স্বীকার করতে নাও চাই।’
ইউক্রেনে আগ্রাসন শুরুর আগেই মিখাইল খোদারেনক সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ চালানো অনেকের ধারণার চেয়েও কঠিন হবে। ফেব্রুয়ারিতে লেখা এক নিবন্ধে তিনি বলেন, ‘প্রতিবেশি প্রজাতন্ত্রে মস্কোর প্রতি ঘৃণার মাত্রা (আপনি জানেন, সশস্ত্র সংগ্রামের জন্য যা সবচেয়ে কার্যকর জ্বালানি) স্পষ্টভাবে অবমূল্যায়ন করা হচ্ছে। ইউক্রেনে রুটি, লবণ ও ফুল নিয়ে কেউ রুশ সেনাবাহিনীর সঙ্গে কেউ দেখা করবে না।’
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।