স্পোর্টস ডেস্ক : এবার ডিপফেকের শিকার হলেন শচীন টেন্ডুলকার। ভুয়া ভিডিও দেখে বিরক্ত তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ভুয়া ভিডিও। তাকে দেখা যাচ্ছে, একটি অনলাইন গেমিং অ্যাপের হয়ে প্রচার চালাচ্ছেন শচীন।
শুধু তাই নয়, এই অ্যাপ ব্যবহার করে প্রচুর অর্থ উপার্জন করছেন তার মেয়ে সারা টেন্ডুলকার, সেকথাও বলতে শোনা গেছে শচীনকে।
ভিডিওতে শচীনকেও দেখা যাচ্ছে পেছন দিকে। ভিডিওতে তাদের মুখে ব্যবহার করা হয়েছে অন্য কারো কণ্ঠস্বর। ভুয়া ভিডিও নজর এড়ায়নি শচীনের। এর বিরুদ্ধে তিনি সরব হয়েছেন।
প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শচীন বলেন, ‘এই ভিডিও ভুয়া। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্ত লাগে। এই ধরনের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপগুলোর বিরুদ্ধে রিপোর্ট করার জন্য সবাইকে অনুরোধ করছি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকেও সতর্ক হতে হবে। অভিযোগ খতিয়ে দেখা উচিত তাদের। ভুল তথ্য এবং ডিপফেক বন্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যগুলোর অত্যন্ত দ্রুত পদক্ষেপ দেওয়া জরুরি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।