বিনোদন ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনাকেও হার মানিয়েছে একটি প্রেমের গুঞ্জন। বিশ্বকাপ ক্রিকেটের উম্মাদনাকেও ছাপিয়ে আলোচনার তুঙ্গে ওই দুজনের প্রেমের গুঞ্জন। তাদের একজন ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমন গিল। অন্য জন শচীন-কন্যা সারা তেন্ডুলকার।
এত দিন আড়ালে-আবডালে চললেও এবার সামনে চলে এসেছে প্রেম কাহিনী। এতে শুভমন বিষয়টি এড়িয়ে গেলেও সারা অবশ্য অনেকটাই সাহসী। কখনো শুভমনকে প্রকাশ্যে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, কখনো শুভমনের খেলা দেখে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন। তবে আর কোনো লুকোচুরি নয়, সারা প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘ও শুধু আমার।’
রোববার বিশ্বকাপের ফাইনাল। ইতিমধ্যে আমদাবাদে পৌঁছে গেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের আগেও রাতে শুভমনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সারা। এবার নিজের খোলা চুলের হাসিমুখের একটা ছবি দিলেন সারা তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। ছবির ক্যাপশনে শচীন-কন্যা লিখলেন, ‘ও শুধু আমার।’
He is Mine ♥️ pic.twitter.com/LM0HsTkaea
— Sara Tendulkar (@SaraTendulkar__) November 17, 2023
অবশ্য অ্যাকাউন্টটিতে ব্লু টিক থাকলেও, তা সত্যিই শচীন-কন্যার বলে নিশ্চিত করা যায়নি। সারা ইনস্টাগ্রামে রয়েছেন। তবে তার এক্স হ্যান্ডল আছে কি না, তা নিশ্চিত নয়।
সূত্র: আনন্দবাজার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।