স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রই সংঘাতের সমাধান : জাতিসংঘ প্রধান

জাতিসংঘ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : হা.মা.সের হা.ম.লার বিপরীতে ই.সরাইলের পাল্টা হা.মলায় এখন পর্যন্ত উভয়পক্ষে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারো মানুষ।

জাতিসংঘ প্রধান

চলমান এই সহিংস সংঘাত অবসানের আহ্বান জানিয়ে শনিবার জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, ই.সরা.ইলে হামা.সের হামলা.র জবাবে ফিলিস্তিনি জনগণকে সম্মিলিত শাস্তিদান কখনই ন্যায্য হতে পারে না। ইস.রাইল-ফিলি.স্তিন সংঘাতে.র দ্বি-রাষ্ট্র সমাধানই প্রকৃত শান্তি ও স্থিতিশীলতার একমাত্র বাস্তব ভিত্তি।

এছাড়া হা.মাস-ইসরা.ইল চলমান যু.দ্ধে বেসা.মরিক নাগরিক, হাসপাতাল, স্কুল এবং জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার কার্যালয়সহ বেসামরিক অবকাঠামোকে বো.মা হা.মলা.র লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

অ্যান্তনিও গুতেরেস বলেন, গাজা.য় মানবিক ত্রাণ সহায়তার টেকসই বিতরণ নিশ্চিত করার জন্য জাতিসঙ্ঘ সব পক্ষের সাথে চব্বিশ ঘণ্টাই কাজ করছে। তবে গাজার জনগণের আরো অনেক কিছুর জন্য প্রতিশ্রুতি দরকার। সেখানকার বর্তমান চাহিদা পূরণ করার জন্য সহায়তার সরবরাহ অব্যাহত রাখা প্রয়োজন। সীমান্তের এক পাশে ট্রাক বোঝাই আর অপর পাশে খালি পেট।

শনিবার প্রতিবেশী মিসরের রাফাহ সীমান্ত দিয়ে গা.জা উপত্যকায় ত্রাণবাহী ২০টি ট্রাক পৌঁছেছে। খাদ্য, পানি ও ওষুধবাহী এসব ত্রাণের ট্রাককে গা.জার বিপুলসংখ্যক জনগোষ্ঠীর জন্য ‘মহাসাগরে এক ফোঁটা পানির’ সাথে তুলনা করেছে আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা।

মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে চাঁদ ও মঙ্গলে যা বুলেট ট্রেন

গত ৭ অক্টোবর ভোরের দিকে মুহুর্মুহু র.কেট নিক্ষে.পের মাধ্যমে ইস.রাইলের বিরুদ্ধে যু.দ্ধ শুরু করে হামাস। দুই সপ্তাহ ধরে চলমান এই যু.দ্ধে গা.জা উপ.ত্যকা থেকে ইস.রাইলি ভূখণ্ডে হামা.সের চালানো হা.মলায় ১ হাজার ৪০০ জনের বেশি নিহ.ত হয়েছেন। আর ইস.রাইলের হাম.লায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৮৫ ফিলি.স্তিনি নিহ.ত ও আরো ১৩ হাজার ৫৬১ জন আ.হত হয়েছেন।

সূত্র : টাইমস অব ইসরাইল ও আল-জাজিরা