জুমবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন। ‘অনেকেই বলছেন, বিএনপি নাকি ওয়ান-ইলেভেন আনার স্বপ্ন দেখছে, পাঁয়তারা করছে।’ ১/১১-এর ভয়াবহ পরিণতির শিকার বিএনপির চেয়ে কেউ হয়নি।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া থেকে শুরু করে ১/১১ সরকারের নির্যাতন থেকে দলের এমন কোনো নেতাকর্মী রেহাই পায়নি। এভাবে কথা বললে দেশের গণতন্ত্রের চেহারা কেউ দেখতে পারবেন না। একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ তারা এখন সুযোগ পেলেই বিএনপির বিরুদ্ধে কথা বলছেন।
তিনি বলেন, অনেকেই বলেন, ‘নতুন একটা দল হচ্ছে সেটাকে বিএনপি নাকি জেলাস করছে’- এটা যারা বলছে, তারা দেশের শত্রু। দল হবে কি হবে না? সেটা নির্ভর করে যারা দল করবেন। দল ঘোষণা হওয়ার পরে বিএনপি কী করে সেটা দেখবেন, আমরা সেটাকে স্বাগত জানাই।
মির্জা আব্বাস বলেন, একটি দল নাম বলব না, কথায় আছে না, গাছে কাঁঠাল গোঁফে তেল! সে অবস্থা তাদের। ভাব দেখে মনে হয়, কিছুই বোঝে না, ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মাঝে মাঝে টুপ করে বিএনপির বিরুদ্ধে একটা দুটো কথা বলে ফেলে।
৯৯৯-এ কল করে নিজেই গ্রেফতার হলেন নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা
এ সময় উপস্থিত ছিলেন— দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সহ:প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।